নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দিন কয়েক আগে দুপুরে ইছাপুরের মানিকতলায় একটি সোনার দোকানে ক্রেতা সেজে আসেন এক মহিলা। বেশ কিছুক্ষণ কয়েকটি সোনার লকেট নিয়ে তিনি ঘাটাঘাটি করে দোকান থেকে বেরিয়ে যান। স্টক মেলাতে গিয়ে দোকান মালিক দেখেন, পাঁচটি সোনার লকেট উধাও। এরপরই তিনি নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস দোকানের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ওই মহিলাকে নোয়াপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। ধৃত মহিলার নাম বেলো দাস। বাড়ি দেগঙ্গায়।
দোকান মালিক নন্দন কর্মকার জানান, খোয়া যাওয়া পাঁচটি লকেটের ওজন ৭ গ্রাম ৯০০ মিলিগ্রাম, বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা। সোমবার ধৃতকে বারাকপুর আদালতে তোলা হলে বিচারক মণিকা চট্টোপাধ্যায় জেল হেফাজতের নির্দেশ দেন। সেই সঙ্গে সিসিক্যামেরার ফুটেজের সঙ্গে ওই মহিলার ছবি মিলিয়ে দেখতে নির্দেশ দেন। অন্যদিকে, নৈহাটিতে রবিবার এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২৮০ গ্রাম সোনা নিয়ে ভিনরাজ্যের এক ব্যক্তি চম্পট দিয়েছেন বলে অভিযোগ মিলেছে। তদন্ত শুরু করেছে পুলিস।