নিজস্ব প্রতিনিধি, বারাসত: অসুস্থ বাড়ির কর্তা। তাঁর চিকিৎসার জন্য পরিবারের লোকজন গিয়েছিলেন ভেলোরে। সেই সুযোগে ফাঁকা বাড়ির গেটের তালা ভেঙে, সিসি ক্যামেরা ঘুরিয়ে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ চুরির করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানার কালিয়ানি এলাকায়। জানা গিয়েছে, কালিয়ানির বাসিন্দা গিয়াসউদ্দিন মণ্ডল অসুস্থ। ক’দিন আগে তিনি স্ত্রীকে নিয়ে ভেলোরে গিয়েছেন চিকিৎসা করাতে। বাড়িতে ছিলেন শ্বশুর ও শাশুড়ি। রবিবার শ্বশুর-শাশুড়ি দু’জনেই বাড়ি চলে যান। সেই সুযোগেই বাড়িতে চুরি হয়।