সিপিএমের পার্টি অফিস ভেঙে মণ্ডপ তৈরীর উদ্যোগ, প্রতিবাদ
বর্তমান | ১৯ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি,বারাকপুর: সিপিএমের দলীয় কার্যালয় ভেঙে দুর্গা পুজোর মণ্ডপ তৈরির উদ্যোগ ঘিরে রবিবার উত্তেজনা সৃষ্টি হয় ভাটপাড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের আতপুর শূরপাড়ায়। অভিযোগ উঠেছে, শূরপাড়ায় বহু বছর ধরে থাকা সিপিএমের পার্টি অফিস ভেঙে পুজো মণ্ডপ তৈরির উদ্যোগ নেওয়া হয়। খবর পেতেই সিপিএমের কর্মীরা এসে পার্টি অফিস ভাঙতে বাধা দেন। ঘটনাস্থলে পুলিস পৌঁছে কার্যালয়টিকে ভাঙার কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দেয়। সিপিএমের প্রাক্তন কাউন্সিলার তথা শ্যামনগর এরিয়া কমিটির সদস্যা চন্দনা ঘোষ জানান, তাঁরা ১৯৮৭ সালে জায়গা কিনে দলিল বানিয়ে পার্টি অফিস তৈরি করেছিলেন। বাম জমানায় ওই অফিসে কাউন্সিলাররা বসতেন। কিন্তু পাড়ার কয়েকজন মিলে ওই পার্টি অফিস ভেঙে পুজোর মণ্ডপ তৈরি করতে চাইছে। পুলিস এসে কার্যালয় ভাঙার কাজ বন্ধ রাখতে বলেছে। স্থানীয় বাসিন্দা সন্ধ্যা দাস বলেন, সিপিএমের পার্টি অফিস বহু বছর যাবৎ বন্ধ হয়ে পড়ে রয়েছে। মাঝে দু’বার হাতবদলও হয়েছে। ওই অফিসে এখন কেউ বসেন না। পাড়ার সবাই চাইছেন, ওখানে দুর্গা পূজার মণ্ডপ করা হোক। সিপিএমের কার্যালয় ভাঙা নিয়ে ভাটপাড়ার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, অনেকদিন ধরেই ওখানে পার্টি অফিস বন্ধ হয়ে পড়ে রয়েছে। একপক্ষ চাইছেন মণ্ডপ হোক, আরেক পক্ষ চাইছে পার্টি অফিসই থাকুক।