• নিকাশি নালা তৈরির জন্য পলতায় উচ্ছেদ অভিযান পুরসভার
    বর্তমান | ১৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নিকাশি নালা তৈরির জন্য পলতায় অবৈধ নির্মাণ ভেঙে দিল উত্তর বারাকপুর পুরসভা। ঘোষপাড়া রোডের বেঙ্গল এনামেল থেকে বাদামতলা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান হয় সোমবার। উত্তর বারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ বলেন, দীর্ঘদিন ধরেই নিকাশি নালা তৈরিতে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল ঘোষপাড়া রোডের ধারে অবৈধ দোকান। বারবার নোটিস দিয়েও তাদের সরানো যায়নি। সোমবার নোয়াপাড়া থানার বিশাল পুলিস বাহিনীর সাহায্যে উত্তর বারাকপুর পুরসভা ও কেএমডিএ কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালায়। যদিও উচ্ছেদের আগে কয়েকবার নোটিসও দেওয়া হয়। 

    এদিন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় ঘোষপাড়া রোডের ধার বরাবর পরপর গজিয়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ নির্মাণ। এই বিষয়ে চেয়ারম্যান বলেন, উত্তর বারাকপুর পুরসভা এলাকার নিকাশি ব্যবস্থা উন্নতির জন্য কাজ করছে কেএমডিএ। কিন্তু সেটা করতে গিয়ে কিছু কিছু জায়গায় অবৈধ নির্মাণের জেরে কাজ থমকে যাচ্ছে। এদিন পুলিস ও প্রশাসনের সাহায্যে ওই অবৈধ নির্মাণগুলি ভেঙে দেওয়া হল। তিনি আরও জানান, বেশ কয়েকবার উচ্ছেদের নোটিস দেওয়া হলেও দোকানদাররা কর্ণপাত করেননি। এবার সরকারি কাজ সরকারি নির্দেশনামা অনুযায়ী হল।
  • Link to this news (বর্তমান)