• চাকরিপ্রার্থীদের জমায়েত থেকে অভিষেকের বৈঠক, দিনভর আর কী খবরে নজর?
    এই সময় | ১৯ আগস্ট ২০২৫
  • তমলুক এবং বারাসত সাংগঠনিক জেলার দলীয় নেতাদের নিয়ে কলকাতায় বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগে বহরমপুর এবং উত্তর দিনাজপুর সাংগঠনিক জেলার দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠক করেছিলেন শাসকদলের সেকেন্ড-ইন-কমান্ড।

    দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের নেতৃত্বে সংসদীয় ভবনে সোমবার ইন্ডিয়া জোটের সাংসদরা বৈঠকে বসেছিলেন। সেখানে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী নিয়ে আলোচনা করা হয়েছে। মঙ্গলবার নাম ঘোষণা হতে পারে।

    ৫০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে ২০২২ সালের প্রাথমিক টেট পাশ চাকরিপ্রার্থীদের আন্দোলন। সোমবার প্রথমে শিয়ালদহ স্টেশনে এবং পরে, করুণাময়ী মেট্রোর কাছে বেলা ১ টা নাগাদ জমায়েত হওয়ার কথা রয়েছে।

    ডুরান্ড কাপের সেমি ফাইনালের আগে সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসি। সকাল সাড়ে ১১টা থেকে যুবভারতীতে দুই দল সাংবাদিক বৈঠক করবে। মাদ্রিদের সান্তিয়াগো বের্নাবাও স্টেডিয়ামে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ । এটা মরশুমে তাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ওসাসুনা। একই সময়ে অন্য ম্যাচে নামছে এইশার ও রিয়াল বেটিস। ক্রিকেটে প্রথম ODI-এ নামছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি সিরিজ় হারের পর প্রোটিয়াদের কাছে কামব্যাকের সুযোগ।

  • Link to this news (এই সময়)