• Breaking News LIVE: কুলতলিতে রাতভর তাস খেলা নিয়ে প্রতিবাদ, ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম গৃহবধূ
    এই সময় | ১৯ আগস্ট ২০২৫
  • এক টানা বৃষ্টির জেরে বানভাসি বাণিজ্যনগরী। মুম্বইয়ে সমস্ত সরকারি ও আধা সরকারি অফিস আজ বন্ধ। যাদের পক্ষে বাড়িতে বসে অফিসের কাজ করা সম্ভব, তাদের রাস্তায় না বেরনোর পরামর্শ প্রশাসনের।

    দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকার ১ নম্বর মধুসুদনপুরে তাস খেলা ঘিরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, রাতভোর ধরে চলা তাস খেলার আওয়াজ, চিৎকার-চেঁচামেচি ও গালিগালাজে বিরক্ত হয়ে প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক গৃহবধূ। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন তিনি। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

    গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বেহাল মুম্বই। মাত্র ৬-৮ ঘণ্টার মধ্যে মুম্বইয়ে ১৭৭ মিমি বৃষ্টিপাত হয়েছে। ২১ অগস্ট অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত মহারাষ্ট্রে অর্ধেক জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বই, থানে এবং রায়গড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রতিকূল আবহাওয়ার কারণে, মহারাষ্ট্র সরকার মঙ্গলবার মুম্বই, থানে, পালঘর, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গের সমস্ত স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কলেজের জন্য ছুটি ঘোষণা করেছে।

    মুম্বইয়ে আজ এশিয়া কাপের জন্য ভারতীয় দল নির্বাচন। ভারতের টি-টোয়েন্টি দলে শেষ পর্যন্ত কোন ১৫ জন সুযোগ পাবেন, তা জানা যাবে আজ বিকেলে। মুখ্য নির্বাচক অজিত আগরকর ও কোচ গৌতম গম্ভীর বৈঠকের পরই ঘোষণা করবেন নাম।

    দিল্লিতে জারি অ্যালার্ট। লাগাতার বৃষ্টিতে ক্রমাগত বেড়ে চলেছে যমুনার জল। মঙ্গলবার বিপদরেখা অতিক্রম করল নদীর জল।

    সোনারপুরের যুবক শুভঙ্কর মণ্ডল খুনের ঘটনায় এক অভিযুক্ত জগবন্ধু মণ্ডল গ্রেপ্তার হলেও পলাতক রয়েছে অরূপ পাটালি ও রাকেশ মণ্ডল ওরফে ভুতো। সোমবার সন্ধ্যার পরে নিহত শুভঙ্করের পাড়ার লোকজন বাইকে চেপে অভিযুক্তদের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। নির্বিচারে ভাঙচুর চালানো হয়—ভাঙা হয় দরজা-জানালা, চেয়ার-টেবিল, এমনকি ঘরের টিভি বাইরে এনে ভেঙে ফেলা হয়।

  • Link to this news (এই সময়)