• বিডিএস ও এমডিএস-এ ভর্তির প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত
    দৈনিক স্টেটসম্যান | ১৯ আগস্ট ২০২৫
  • অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হল রাজ্যের বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ও এমডিএস (মাস্টার অব ডেন্টাল সার্জারি) কোর্সে ভর্তির প্রক্রিয়া। সোমবার একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। নিট উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে তীব্র উদ্বেগ ও অনিশ্চয়তা। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ভর্তি প্রক্রিয়া আপাতত আইনি জটিলতার কারণে বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।

    এই প্রসঙ্গে রাজ্য মেডিকেল ইউনিটের আহ্বায়ক সামস মুসাফির এক বিবৃতিতে বলেন, ‘আইনি জটিলতার অজুহাতে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ একেবারেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসা শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা মানে ছাত্রছাত্রীদের শিক্ষাজীবনে অনাকাঙ্ক্ষিত বিঘ্ন সৃষ্টি করা। এর প্রভাব শুধু তাঁদের শিক্ষার উপরই নয়, ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবার গুণমানের উপরেও পড়তে পারে।’

    তিনি আরও দাবি করেন, অবিলম্বে আইনি জটিলতা নিরসন করে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া চালু করতে হবে। শুরু করতে হবে পাঠদানও। অন্যথায় রাজ্যজুড়ে বৃহত্তর ছাত্র আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ছাত্র এবং অভিভাবক মহলে এই ঘোষণার পর থেকেই সৃষ্টি হয়েছে চরম হতাশা ও উদ্বেগ। কবে এই সমস্যা মিটবে, আর কবে তারা নিজেদের পেশাগত শিক্ষাজীবন শুরু করতে পারবে, সেই প্রশ্নের কোনও উত্তর আপাতত নেই।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)