নিরুফা খাতুন: ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে বর্ষাকাল। এখন শরতের মেঘ আকাশে উঁকি দেওয়ার কথা। কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনায় ইদানিং ঋতুচক্রের পরিবর্তনও খানিকটা এলোমেলো। কখনও বৃষ্টি থেমে ঝকঝকে রোদ উঠবে, কখনও আবার সূর্যদেব মেঘের আড়ালে মুখ লুকিয়ে ফেলবেন, তা আঁচ পাওয়াই যায় না। হিসেবমতো এখন বঙ্গে শরৎকাল, কিন্তু বর্ষা এখনও দিব্যি দাপট দেখিয়ে চলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে রবিবার, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে তো বৃষ্টির দাপট চলছেই। তবে সপ্তাহান্তে তা খানিকটা কমতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে মঙ্গল ও বুধবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনায়। শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। আর রবিবার বৃষ্টিতে ভাসতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া।
উত্তরবঙ্গে মঙ্গলবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পার্বত্য পাঁচ জেলা ? দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে। বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা তিন জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ বাকি সব জেলায়। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ সামান্য কমতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আজ, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কয়েক পশলা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। মূলত মেঘলা আকাশ। তবে মাঝেমধ্যে মেঘ-রোদের লুকোচুরিও দেখা যাচ্ছে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা একেবারে স্বাভাবিক তাপমাত্রা। সোমবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি, স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৯ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৮.৩ মিলিমিটার।