স্টাফ রিপোর্টার: দিল্লিতে সংসদীয় কাজকর্ম সামলে ফের নতুন করে সংগঠনে নজর দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক কেন্দ্রের সঙ্গে উত্তর ২৪ পরগনার বারাসত সাংগঠনিক জেলা নিয়ে বৈঠকে বসছেন তিনি।
সোমবারই দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর আজ ক্যামাক স্ট্রিটে নিজের দপ্তরে নতুন শুরু করছেন পরবর্তী পর্যায়ের সাংগঠনিক বৈঠক। মঙ্গলের বৈঠকে থাকার কথা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিরও। বিশেষ করে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব এবং দলের একাংশের বিরোধী দলের সঙ্গে যোগসাজশ রাখা নিয়ে মাঝেমধ্যেই অভিযোগ ওঠে। গত লোকসভা নির্বাচনে এই জেলার ১৪টির মধ্যে ১৩টি বিধানসভাতেই তৃণমূল হেরে গিয়েছিল। স্বভাবতই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে নিজের দলকে চাঙ্গা করতে অভিষেক কী দাওয়াই দেন, সেদিকে নজর থাকছে রাজনৈতিক মহলের।
২০২১-এর বিধানসভা ভোটে তমলুকে তৃণমূল ও বিজেপি শিবিরে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ২০২৪-এ তমলুক লোকসভা আসনটি জেতে বিজেপি। এর মধ্যে বিধানসভায় বেশ কিছু কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। বাকিগুলির মধ্যে একাধিক বিধানসভা কেন্দ্র নিয়ে নানা ইস্যুতে দলীয় নেতা-কর্মীদের অভিযোগ, দাবিদাওয়া সামনে এসেছিল। তার ভিত্তিতে মূলত পারফরম্যান্স সামনে রেখে বৈঠকে বার্তা দিতে পারেন অভিষেক।
অন্যদিকে, বারাসতের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র নিয়েও অভিষেক বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। বারাসত বিধানসভা ও পুরসভা এলাকাকে কেন্দ্র করে ইতিমধ্যে নাগরিক পরিষেবা নিয়ে নানা অভাব-অভিযোগ দলীয় নেতৃত্বের কানে গিয়েছে। এছাড়া বিধায়ক-সাংসদের মধ্যেও চাপা উত্তেজনা চলছে। ছাব্বিশের ভোটের আগে সেসব দ্রুত মিটিয়ে এগিয়ে যাওয়া নিয়ে আলোচনা হতে পারে বলে একটি সূত্রের দাবি।