• রেফারিকে লাথি: তৃণমূল নেতার ভাইপোকে জামিন, ঘটনার প্রতিবাদে ‘ধিক্কার মিছিল’ মেদিনীপুরে
    আনন্দবাজার | ১৯ আগস্ট ২০২৫
  • স্বাধীনতা দিবসে মেদিনীপুরের ফুটবল মাঠে রেফারিকে লাথি মেরে ধৃত তৃণমূল নেতার ভাইপোকে জামিন দিল আদালত।

    গত শুক্রবার মেদিনীপুর শহরের চার্চ স্কুলের মাঠে গন্ডগোলে অভিযুক্ত মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খাঁর ভাইপো রাজার বিরুদ্ধে দুটো মামলা দায়ের হয়। সোমবার মামলাটি ওঠে আদালতে। দুই মামলায় মেদিনীপুর সিজেএম কোর্ট এবং জেলা আদালত থেকে জামিন পেয়েছেন তিনি। সিজেএম কোর্টের সরকারি আইনজীবী নাজিম হাবিব বলেন, ‘‘খেলার মাঠে দর্শককে মারধরের ঘটনায় বিচারক রাজা খাঁর জামিন মঞ্জুর করেছেন।’’ জেলা আদালতের সরকারি আইনজীবী রাজকুমার দাস বলেন, ‘‘যে হেতু রাজা খাঁ তফসিলি জাতির এবং যাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ, তিনিও তফসিলি উপজাতির, জাতি-উপজাতির মামলায় বিচারক জামিন মঞ্জুর করেছেন।’’

    অন্য দিকে, রাজার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে সোমবার বিকেলে মেদিনীপুর শহরে ‘ধিক্কার মিছিল’-এর আয়োজন করে জেলা রেফারি অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক ইন্দ্রজিৎ পানিগ্রাহী বলেন, ‘‘রেফারি সংগঠনের সদস্য লক্ষণ মান্ডি যে ভাবে গত ১৫ অগস্ট খেলার মাঠে নিগৃহীত হয়েছেন এটা মেদিনীপুরের মানুষ ভালচোখে নেননি। আমরা সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করছি।’’ তিনি আরও বলেন, ‘‘সোমবার যে ম্যাচটি অরবিন্দ স্টেডিয়ামে ছিল, সেই ম্যাচটি বয়কটের মধ্য দিয়ে আমরা রেফারিবৃন্দ এবং ক্রীড়াপ্রেমী মানুষ ‘খেলাধুলো বাঁচাও অভিযান’ কর্মসূচিতে পদযাত্রা করব।’’

    স্বাধীনতা দিবসে মেদিনীপুরে ফুটবল ম্যাচ চলাকালীন মাঠের ভিতর ঢুকে পড়েছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেনের ভাইপো তথা তৃণমূলের জেলা সহ-সভাপতি হিমাদ্রি খাঁয়ের পুত্র। অভিযোগ, রেফারিকে লাথি মারেন তিনি। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) কোতোয়ালি থানার পুলিশ রাজাকে গ্রেফতার করে। গত শনিবার তাঁকে আদালতে হাজির করানো হয়েছিল। ধৃতকে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
  • Link to this news (আনন্দবাজার)