আজ, মঙ্গলবার রাজ্যের বাকি বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য বাছাই নিয়ে প্রাক্তন বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে বৈঠকে বসছে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি। এ দিনই ম্যাকাউট, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বুধবার যাদবপুরের স্থায়ী উপাচার্য বাছাই হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী উপাচার্য বাছাই চলবে। মোট ১৯টি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে স্থায়ী উপাচার্য বাছাইয়ে একমত হননি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। সুতরাং সুপ্রিম কোর্টের নির্দেশ, এ বার সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটিই উপাচার্য বাছাই করবে। এর আগে তারা তিন জনের পছন্দ তালিকা ঠিক করেছিল। তবে বাছাই কার্যকর হতে কিছু দিন লাগবে। কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনও কোনও মহলে অভিযোগ, স্থায়ী উপাচার্য বাছাইয়ের আগে রাজ্যের শিক্ষা দফতরের শীর্ষ মহল, তাঁদের ঘনিষ্ঠ সার্চ কমিটির কয়েক জন সদস্য এবং তাঁদের পছন্দের কয়েক জন উপাচার্য পদপ্রার্থী মিলে সম্প্রতি বৈঠক করেন। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য উচ্চ শিক্ষা দফতরকে বাছাই প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। তবে গোপন বৈঠকের অভিযোগ অস্বীকার করেছে শিক্ষা দফতর ঘনিষ্ঠ মহল।