শহরে এসে শিয়ালদহ-ধর্মতলা, বেলেঘাটা-হেমন্ত মুখোপাধ্যায় এবং নোয়াপাড়া-জয় হিন্দ (বিমানবন্দর) মেট্রো পথের সূচনা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তবে রেলের তরফে আমন্ত্রণ জানানো হলেও আগামী ২২ অগস্ট দমদমে রেলের ওই অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি ভাবে না হলেও তৃণমূল কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতির একাধিক কারণ বলা হচ্ছে।
মেট্রোর এই প্রকল্পের মধ্যে বিশেষত শিয়ালদহ-ধর্মতলা সংযোগের প্রতীক্ষা দীর্ঘ দিনের। তৃণমূল সূত্রের খবর, ২২ তারিখ আমন্ত্রিত হলেও সূচনার অনুষ্ঠানে থাকতে রাজি নন মুখ্যমন্ত্রী। তাঁর না-থাকার এই সিদ্ধান্ত সম্পর্কে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই রকম প্রকল্পগুলি গ্রহণ করা হয়। কেন্দ্রীয় সরকার দীর্ঘ দিন বরাদ্দ ও পরিকল্পনা সংক্রান্ত সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছিল। এখন ভোটের মুখে তা নিয়ে নাটকে কেন থাকবেন তিনি?’’ সেই সঙ্গেই কুণালের দাবি, সাংবিধানিক সৌজন্য রক্ষা করে মুখ্যমন্ত্রী আগে এই রকম আমন্ত্রণ রক্ষা করেছেন। কিন্তু বিজেপি দলীয় কর্মীদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেনি। তা ছাড়া, সম্প্রতি ভিন্ রাজ্যে বাংলা ও বাঙালিদের উপরে অত্যাচারের প্রতিবাদও এর সঙ্গে যুক্ত করেছে তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য বলেছেন, ‘‘সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছে। ওঁর উচিত সেখানে যাওয়া।’’