মধ্যমগ্রামে স্কুলের সামনে বিস্ফোরণ: ‘ব্যক্তিগত সম্পর্কে টানাপড়েনের’ কথা জানল পুলিশ, কী ছিল সেই ব্যাগে?
আনন্দবাজার | ১৯ আগস্ট ২০২৫
মধ্যমগ্রামে স্টেশন লাগোয়া একটি স্কুলের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যক্তিগত সম্পর্কে টানাপড়েনের তত্ত্ব উঠে এল পুলিশ তদন্তে। বিস্ফোরণে যিনি নিহত, উত্তরপ্রদেশের বাসিন্দা সেই সচ্চিদানন্দ মিশ্র কী উদ্দেশ্য নিয়ে মধ্যমগ্রামে এসেছিলেন, আর ঠিক কী ভাবে বিস্ফোরণ হল, তা নিয়ে তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ।
রবিবার রাত ১টা নাগাদ মধ্যমগ্রাম হাই স্কুলের সামনে দিয়ে ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন সচ্চিদানন্দ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, ওই ব্যাগ থেকেই বিস্ফোরণ হয়। তাতেই গুরুতর জখম হন যুবক। তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বারাসত হাসপাতালে। পরে সেখানেই মৃত্যু হয় তাঁর।
তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে, সচ্চিদানন্দ উত্তরপ্রদেশের বস্তী জেলার বাসিন্দা। তিনি হরিয়ানায় একটি গ্লাস ফ্যাক্টরিতে কাজ করতেন। বারাসত পুলিশ জেলার সুপার প্রতীক্ষা ঝারখারিয়া বলেন, ‘‘আমরা নিহতের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে জানতে পেরেছি, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টানাপড়েনের মধ্যে ছিলেন উনি। সেই দিকটা এখন তদন্ত করে দেখা হচ্ছে।’’
নিহতের ব্যাগে কোনও বোমা মেলেনি বলেই জানিয়েছেন পুলিশ সুপার। তিনি জানান, ব্যাগে কিছু ইলেক্ট্রনিক ডিভাইস মিলেছে। প্রাথমিক ভাবে অনুমান, সেগুলি থেকেই বিস্ফোরণ হয়েছে।
সোমবার ঘটনাস্থলে গিয়েছিল ফরেন্সিক দলও। তারাও কিছু নমুনা সংগ্রহ করেছে। তা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।