• জলসত্রে শালপাতা–কাগজের গ্লাস, সিদ্ধান্ত পুরসভার
    আনন্দবাজার | ১৯ আগস্ট ২০২৫
  • একটি ধর্মীয় পদযাত্রাকে কেন্দ্র করে শুক্রবার গভীর রাতে নিষিদ্ধ প্লাস্টিকের স্তূপ-সহ আবর্জনায় ভরেছিল যশোর রোড সংলগ্ন এলাকা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মধ্যমগ্রাম পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, আগামী বছর যে সব ক্লাব বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এই পদযাত্রা উপলক্ষে জলসত্র বা পুণ্যার্থীদের খাওয়ানোর ব্যবস্থা করতে চাইবে, তাদের প্লাস্টিক-থার্মোকলের পরিবর্তে পরিবেশবান্ধব উপকরণ, যেমন শালপাতা বা কাগজের গ্লাস ব্যবহার করতে বলা হবে।

    সোমবার মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, “প্রতিটি জলসত্রের পাশে আবর্জনা ফেলার জন্য পর্যাপ্ত বিনের ব্যবস্থা করা হবে।” প্রসঙ্গত, গত দু’দিন ধরেই যশোর রোড সংলগ্ন রাস্তা পরিষ্কার করতে উঠেপড়ে লাগে পুরসভা। এ দিন সাফাইকর্মীদের সঙ্গে রাস্তায় নেমে নিজেও পরিষ্কারের কাজে হাত লাগান চেয়ারম্যান। আপাতত এলাকা পরিষ্কার করা গিয়েছে বলে পুরসভা সূত্রের খবর।

    যদিও প্রশ্ন উঠেছে, নিষিদ্ধ প্লাস্টিক যেখানে ব্যবহার হওয়ার কথাই নয়, সেখানে পুলিশ-প্রশাসনের সামনে কী ভাবে এমন চলতে পারে? শুধু নিষিদ্ধ প্লাস্টিকই নয়, রাতে নিয়ম ভেঙে তারস্বরে বেজেছে ডিজে-ও। অথচ, পুলিশকর্মীরা রাস্তার মোড়েই উপস্থিত ছিলেন। বারাসত পুলিশ অবশ্য বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। কিন্তু আদৌ কতটা কাজ হবে, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে। স্থানীয়দের বক্তব্য, শুধু এ বারই নয়, প্রতি বছরই এই ঘটনা ঘটে।
  • Link to this news (আনন্দবাজার)