• ‘গোপাল পাঁঠাকে নায়ক হিসেবেই দেখিয়েছি’, শান্তনুর আইনি নোটিসের জবাব দিলেন বিবেক অগ্নিহোত্রী
    প্রতিদিন | ১৯ আগস্ট ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেলার মুক্তির পর থেকেই কাঠগড়ায় বিবেক অগ্নিহোত্রী। তাঁর রাজনৈতিক থ্রিলার নিয়ে আপাতত দেশজুড়ে চর্চা! পরিচালকের বিরুদ্ধে বাংলার ইতিহাস বিকৃত করার পাশাপাশি ছাব্বিশের বিধানসভা ভোটের আগে প্রোপাগান্ডা সিনেমা বানিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অভিযোগও উঠেছে। ছেচল্লিশের ‘গ্রেটার ক‌্যালকাটা কিলিং’-এর দোর্দণ্ডপ্রতাপ চরিত্র গোপাল মুখোপাধ‌্যায়কে ‘কষাই গোপাল পাঁঠা’ হিসেবে পরিচয় করানোয় ইতিমধ্যেই ফুঁসে উঠেছে বাংলা। প্রতিবাদী ঝড় উঠেছে সর্বস্তরে। বউবাজার থানায় এফআইআর দায়ের করার পাশাপাশি গোপালের উত্তরসূরী শান্তনু মুখোপাধ‌্যায় বিবেক অগ্নিহোত্রীকে আইনি নোটিসও পাঠিয়েছেন। চাপের মুখে এবার বাংলার মানুষের কাছে ‘ড্যামেজ কন্ট্রোল’ করতে মুখ খুললেন পরিচালক।

    কী সাফাই ‘দ্য বেঙ্গল ফাইলস’ পরিচালকের? সোমবার দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিচালক জানিয়েছেন, গোপাল মুখোপাধ্যায় একজন হিরো ছিলেন। সিনেমায় ওঁকে নায়কোচিতভাবেই দেখিয়েছি। বিবিসি-তে এক সাক্ষাৎকারে উনি যা বলেছেন, অক্ষরে অক্ষরে সেখান থেকেই আমি কিছুটা অংশ নিয়েছি। আমি জানি যে বাংলার মানুষ তাঁকে একজন হিরো হিসেবেই দেখেন, এবং আমিও ছবিতে সেটাই দেখানোর চেষ্টা করেছি। এরপরই রাজনৈতিক প্রসঙ্গ টেনে আনলেন গেরুয়াপন্থী পরিচালক। বিবেকের দাবি, “গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু তৃণমূল ঘনিষ্ঠ। আর সেই কারণেই তিনি এফআইআর দায়ের করেছেন।” পালটা আইনি জবাব দেওয়ার কথাও বলেছেন বিবেক। এখানেই অবশ্য থামেননি তিনি।

    যে বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে ‘বেঙ্গল ফাইলস’-এর জন্য প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, নিজের টিমের সেই অভিনেতাকেই বিঁধলেন বিবেক। শাশ্বত জানিয়েছেন, “শুটিং চলাকালীন ছবির নাম ছিল ‘দ্য দিল্লি ফাইলস’। পরে কাজ শেষ হওয়ার পর আমি জানতে পারি নাম পালটে ‘দ্য বেঙ্গল ফাইলস’ রাখা হয়েছে।” এপ্রসঙ্গে পালটা বিবেকের উত্তর, “গোটা ছবিটাই বাংলার প্রেক্ষাপটে। ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিতে মুর্শিদাবাদের এক বিধায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে নেতিবাচক রোলে। নামটা অনেক আগেই পরিবর্তন করা হয়েছে। নতুন পোস্টার টিমের সব অভিনেতাদের পাঠানো হয়েছিল। সকলেরই পছন্দ হয়েছিল। তাই আজ কোনও অভিনেতা ‘জানেন না’ বলে নতুন দাবি নিয়ে এলে আমার কিছু বলার নেই। শাশ্বত ভারতের অন্যতম সেরা অভিনেতা। খুব ভালো অভিনয়ও করেছেন। ও জাতীয় পুরস্কারও পেতে পারে এই ছবির জন্য।”
  • Link to this news (প্রতিদিন)