• নতুন করে তাজপুর বন্দরের দরপত্র ডাকবে রাজ্য, ছাড়পত্র মন্ত্রিসভার
    বর্তমান | ১৯ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তাজপুর গভীর সমুদ্র বন্দর তৈরি করতে নতুন দরপত্র ডাকতে চলেছে নবান্ন। সোমবার নতুন করে দরপত্র ডাকার ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। বৈঠকের পর রাজ্যের এই পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    দীর্ঘদিন ধরে তাজপুরে বন্দর তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের। শেষমেশ ২০২২ সালে আদানি গ্রুপকে বন্দর তৈরির বরাত দেয় নবান্ন। তবে আড়াই বছর পরও শুরু করা হয়নি বন্দর তৈরির কাজ। ২০২৩ সালে হিন্ডেনবার্গের রিপোর্টে শেয়ার বাজারে কারচুপির অভিযোগ ওঠে আদানি গ্রুপের বিরুদ্ধে। তারপর থেকেই তাজপুর বন্দর তৈরির কাজ আরও অনিশ্চিত হয়ে পড়ে। ফলে বরাত বাতিল করে প্রশাসন। তার পর থেকেই নতুন করে দরপত্র ডাকতে আইনি এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করে রাজ্য। সেই অনুযায়ী তৈরি হয় নতুন করে দরপত্র ডাকার খসড়া। সোমবার মন্ত্রিসভার শিল্প, পরিকাঠামো এবং কর্মসংস্থান সংক্রান্ত কমিটির বৈঠকে আগের বরাত বাতিল করে নতুন দরপত্র ডাকার সিদ্ধান্ত নেওয়া হল। শীঘ্রই পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের তরফে দরপত্র ডাকা হবে বলেই জানা গিয়েছে। কালীপুজোর আগেই নতুন কোনও সংস্থাকে বন্দর তৈরির বরাত দেওয়ার টার্গেট নিয়েছে নবান্ন।

    প্রসঙ্গত, গঙ্গাসাগর সেতু তৈরি করে দেওয়ার বদলে কেন্দ্র সরকারকে এই বন্দরের একাংশের শেয়ার দেওয়ার কথা ভেবেছিল রাজ্য। প্রস্তাবও দেওয়া হয়েছিল কেন্দ্রকে। কেন্দ্র প্রাথমিকভাবে রাজি হলেও, পরবর্তীকালে কোনও পদক্ষেপই নেয়নি। ফলে রাজ্য নিজেই এই বন্দর গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে, এদিন মন্ত্রিসভা ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রুলস নিয়ে আসার ক্ষেত্রেও ছাড়পত্র দিয়েছে।
  • Link to this news (বর্তমান)