এএফসি’র প্রস্তুতি শুরু লিস্টনদের, জাতীয় শিবিরে ফুটবলার ছাড়ছে না মোহন বাগান
বর্তমান | ১৯ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডুরান্ড কাপ কোয়ার্টার-ফাইনালে ডার্বি হারের ২৪ ঘণ্টার মধ্যেই দল নিয়ে প্রস্তুতিতে নেমে পড়লেন হোসে মোলিনা। আগামী ১৬ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মোহন বাগানের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ক্লাব আহাল এফসি। হাতে এখনও এক মাস সময় রয়েছে। তবে এখন থেকে অঙ্ক কষা শুরু করে দিলেন বাগান কোচ। উল্লেখ্য, সবুজ-মেরুন হেড কোচের পদে প্রথম ডার্বি হারের স্বাদ পেতে হয়েছে স্প্যানিশ কোচকে। উঠেছে একাধিক প্রশ্ন, যার অন্যতম ফুটবলারদের ফিটনেসের সমস্যা।
সুপার কাপ দিয়ে শেষ হয়েছিল গত মরশুম। তারপর প্রায় দু’মাস ছুটি কাটান ফুটবলাররা। যদিও বিদেশিরা দেশে ফিরেছিলেন আইএসএলের শেষে। এই পর্বে নিজেদের ফিট রাখার জন্য প্রত্যেককে আলাদা ট্রেনিং সূচি তৈরি করে দিয়েছিলেন দলের ফিজিক্যাল ট্রেনার। তা সত্ত্বেও এমন অবস্থা কেন? বিশেষত দলের তিন অজি ফুটবলার ম্যাকলারেন, দিমিত্রি ও কামিংসের অবস্থা শোচনীয়। এর উত্তর খুঁজতেই বৈঠকে বসতে চলেছেন মোলিনা। একইসঙ্গে দলের ষষ্ঠ বিদেশি দ্রুত চূড়ান্ত করতে চান বাগান কোচ। উল্লেখ্য, গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তে অনেকটাই এগিয়ে রবসন। তবে এখনও চূড়ান্ত চুক্তিপত্রে সই করেননি এই ব্রাজিলিয়ান ফুটবলার। গোটা বিষয়টাই নির্ভর করছে বাগান কোচের সবুজ সংকেতের উপরে।
এদিকে, জাতীয় শিবিরের জন্য কোনও ফুটবলার ছাড়ছে না মোহন বাগান। চলতি মাসের শেষে কাফা নেশনস কাপে অংশগ্রহণ করবে ভারত। তার জন্য বর্তমানে কোচ খালিদ জামিলের প্রশিক্ষণে বেঙ্গালুরুতে চলছে আবাসিক শিবির। প্রাথমিক দলে লিস্টন কোলাসো, মনবীর সিং, বিশাল কাইথ সহ মোহন বাগানের সাত ফুটবলার ডাক পেয়েছেন। তবে ডুরান্ড কাপ চলায় তাঁরা যোগ দেননি। টুর্নামেন্ট থেকে দল বিদায় নিলেও ক্লাবের সঙ্গেই অনুশীলন করবেন এই সাত ফুটবলার। আসলে শেষ কয়েকটি জাতীয় শিবিরে বারবার চোটের কবলে পড়েছেন মোহন বাগান ফুটবলাররা। ফলে বেশ ভুগতে হয় কোচ মোলিনাকে। তাই এএফসি এশিয়ান কাপের আগে কোনও ঝুঁকি নিয়ে নারাজ টিম ম্যানেজমেন্ট। কাফা নেশনস কাপ ফিফা উইন্ডোর মধ্যে পড়ছে না, তাই ফুটবলার ছাড়া বাধ্যতামূলক নয়। এই প্রসঙ্গে ক্লাব সভাপতি দেবাশিস দত্ত বলেন, ‘সামনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র ম্যাচ রয়েছে। আমরা এই প্রতিযোগিতাকে গুরুত্ব দিচ্ছি। তাই এই সিদ্ধান্ত।’ ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানান, ‘জাতীয় দলের প্রতি সকলের দায়বদ্ধতা থাকা দরকার। দল ভালো করলে তা সকলের জন্য মঙ্গল। ফুটবলার ছাড়া নিয়ে আমরা অনুরোধ করতে পারি।’