• স্কুটি শেখাতে গিয়ে বান্ধবীকে খালে ফেলল যুবক, এরই মধ্যে নয়া মোড়! জল থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ
    এই সময় | ১৯ আগস্ট ২০২৫
  • স্কুটি চালানো শিখতে গিয়ে ঝামেলা। বান্ধবীকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেওয়ার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে আনন্দপুরের চিনা মন্দির খালপাড় এলাকার ঘটনা। মাঝরাতে খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চলে। মঙ্গলবার সকালেও চলছে তল্লাশি। এখনও পঞ্চান্নগ্রামের ওই তরুণীকে পাওয়া যায়নি। তবে এরই মধ্যে নয়া মোড়। মঙ্গলবার খালে তল্লাশি চালানোর সময়ে এক ব্যক্তির দেহ উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। সেই ব্যক্তির কী পরিচয়, তা এখনও স্পষ্ট নয়।

    স্থানীয় লোকজন জানান, সোমবার রাতে খালের ধারে এক যুবক ও তরুণী আসেন। স্কুটি শিখতে এসেছিলেন ওই তরুণী। রাত তখন প্রায় ১০টা। হঠাৎই এক মহিলার চিৎকার কানে আসে এলাকার লোকজনের। স্থানীয় এক যুবক বলেন, ‘একজন মেয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলেন। তবে আমরা এসে আর তাঁকে দেখিনি। খালের ধারে স্কুটি রাখা ছিল। এর পরেই পুলিশ আসে এখানে।’

    এরই মধ্যে পঞ্চান্নগ্রামের ওই তরুণীর পরিবারের লোকজনও ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা জানান, তাঁদের মেয়ে নিখোঁজ। খালের ধারেই ছিল স্কুটি। সোমবার রাতেই বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছয়। হাজির হন আনন্দপুর থানার আধিকারিকরাও। যদিও তরুণীকে পাওয়া যায়নি। তবে দীর্ঘ তল্লাশিতে আজ সকালে এক ব্যক্তির দেহ পাওয়া যায় ওই খালে। তরুণী অন্তর্ধানের ঘটনায় এ বার নয়া মোড়।

  • Link to this news (এই সময়)