উত্তপ্ত মালদহ, রাতে বাড়ি থেকে বেরিয়ে গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণির ছাত্র, চিকিৎসার জন্য আনা হল কলকাতায়...
আজকাল | ১৯ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উত্তপ্ত মালদহ। চলল গুলি। গুলিতে আহত দ্বাদশ শ্রেণির এক ছাত্র। আহতের নাম আব্দুল সাহিদ। স্থানীয় বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তার বুকের ডানদিকে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে।
জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ মোথাবাড়ি থানা এলাকার পঞ্চনন্দপুর বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত ছাত্রের পরিজনরা জানিয়েছেন, রাতে আব্দুল বাড়ি থেকে বেরিয়েছিল। এর কিছুক্ষণের মধ্যেই তাঁরা জানতে পারেন সে গুলিবিদ্ধ হয়েছে। ঘটনায় রাজ শেখ নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের নেতা তাহিদুর রহমান জানিয়েছেন, এটা কোনো রাজনৈতিক শত্রুতার জেরে হয়নি। একটি মোবাইল ফোন ঘিরে রেষারেষি এবং তার থেকে এই ঘটনা ঘটেছে। পুলিশ যেন তদন্ত করে অপরাধীর শাস্তির ব্যবস্থা করে সেই দাবি করেছেন তিনি।
গুলিবিদ্ধ ছাত্রর দিদি মর্জিনা খাতুন বলেন, 'ছাত্র হয়েও যদি বাইরে বেরোতে গিয়ে গুলিবিদ্ধ হতে হয় তাহলে নিরাপত্তা কোথায়? একজন ছাত্র বিভিন্ন কাজের জন্য বাইরে যেতেই পারে। তাই বলে এই ভাবে গুলি করা হবে! এটা কখনওই মেনে নেওয়া যায় না। আমরা চাই যে এই ঘটনায় যে অপরাধী তাকে খুঁজে বের করে পুলিশ যেন শাস্তির ব্যবস্থা করে। আমার ভাইয়ের সঙ্গে যেটা হয়েছে সেটা যেন অন্য কারও সঙ্গে না হয়।'
গুলিবিদ্ধ ছাত্রের মা জানান, সন্ধ্যার দিকে তাঁর ছেলে বাড়িতে ঘুমিয়ে ছিল। এরপর উঠে মোবাইল দেখছিল। কিছুক্ষণ পর ছেলে বাড়ি থেকে বের হয়। কিছুদূর যাওয়ার পর খবর আসে কে বা কারা তাঁর ছেলেকে গুলি করেছে। তাঁর অভিযোগ, অভিযুক্ত হিসেবে যার নাম উঠে এসেছে সে আগে কারও হাত কেটেছে, কাউকে ছুরি মেরেছে। আজ তাঁর ছেলেকে গুলি করেছে। কেন তাঁর ছেলেকে গুলি করা হল তার কারণ তিনি জানেন না বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এখন কলকাতায় তাঁর ছেলেকে স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পুলিশ গিয়েছিল তাঁর বাড়িতে। আহত পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরেই মালদহে শুট আউটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের রামনগর বাজারে একটি মদের ঠেকে।
মদ্যপান করে বচসা, আর তার জেরেই ওই যুবক গুলিবিদ্ধ হয়েছিলেন বলে জানা গিয়েছে। তিন রাউন্ড গুলি চলেছিল তাঁকে লক্ষ্য করে। গুলিবিদ্ধ যুবকের নাম অসিত মণ্ডল। তাঁর বাড়ি ভোলাই চক। স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদহ শহরের একটি বেসরকারি নার্সিংহোম ভর্তি করেন।
এই ঘটনায় এক যুবককে মারধর করা হয় বলেও অভিযোগ। আহতের নাম রকি সিং। অনুমান করা হচ্ছে যে, অপরাজিত সরকার নামে এক যুবক ঘটনার সময় তিনি রাউন্ড গুলি চালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালিয়াচক থানার পুলিশ। কী কারণে এই ঝামেলা তা নিয়ে তদন্ত নেমেছে কালিয়াচক থানার পুলিশ। স্থানীয়দের দাবি, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বিবাদমান সকলেই নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার, ফেন্সিডিল ও বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত। দু'পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন দুই জন। একজন গুলিবিদ্ধ হয়েছেন। অপরজন হাঁসুয়ার কোপে জখম হয়েছেন।