• সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে বিশেষ বক্তৃতার আয়োজন, প্রধান অতিথি প্যালেস্তাইনের ড. মাহমুদ আলহিরথানি...
    আজকাল | ১৯ আগস্ট ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে বিশেষ মাসিক বক্তৃতামালার আয়োজন। ‘ডিকলোনাইজেশন অফ নলেজ অ্যান্ড ডিকলোনিয়াল পেডাগগি: লুকিং ব্যাক অ্যান্ড মুভিং ফরোয়ার্ড’ শীর্ষক এই আলোচনায় প্রতি মাসে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক, অধ্যাপকরা থাকছেন এই বিষয়ে বক্তৃতা দিতে। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ অ্যান্ড রিসার্চ গত এপ্রিল মাস থেকে এই সভার আয়োজন করছে। হাইব্রিড মোডে আয়োজিত এই বক্ততায় অংশ নিচ্ছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ৭৫ জন অধ্যাপক, গবেষকরা। 

    এই মাসের অতিথি ড. মাহমুদ আলহিরথানি। তিনি প্যালেস্তাইনের আল-আকসা বিশ্ববিদ্যালয়ের ভাষানুবাদ এবং বৌদ্ধিক পড়াশোনার অধ্যাপক। বর্তমানে তিনি কাতারের দোহার হামদ বিন খালিফা বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ অফ কালচার অ্যান্ড কমিউনিকেশন বিভাগে কর্মরত। ১৯ আগস্ট তিনি ‘ডিকলোনাইজিং দ্য ক্যানন: ঘাসান কানাফানি, ট্র্যান্সলেশন, অ্যান্ড দ্য ফিল্ড অফ ইংলিশ লিটারেচর’ নিয়ে বক্তব্য রাখবেন। অনুষ্ঠানটি ভারতীয় সময় দুপুর আড়াইটে, কাতারের সময় দুপুর ১২টা এবং গ্রিনিচ মিন টাইম অনুযায়ী সকাল ৯টায় সম্প্রিচারিত হবে।

    ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে পিএইডডি লাভ করেছেন মাহমুদ আলহিরথানি। বর্তমানে দোহার হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ে অনুবাদ এবং আন্তঃসাংস্কৃতিক যোগাযোগের শিক্ষক। তিনি গত ২৫ বছর ধরে একজন শিক্ষক, অনুবাদক, পর্যালোচক এবং গবেষক হিসেবে এই ক্ষেত্রে কাজ করছেন। ব্রাউনলির প্রিন্সিপলস অফ পাবলিক ইন্টারন্যাশনাল ল (২০২২) এর আরবি অনুবাদ এবং আন্তর্জাতিক বোঝাপড়ার জন্য শেখ হামাদ পুরস্কার (২০২৩) জিতেছে। আধুনিক পান্ডিত্যের আন্তঃবিষয়ক প্রকৃতি দ্বারা শিক্ষিত, আলহিরথানি অনুবাদ এবং জ্ঞানের পুনরুৎপাদন সম্পর্কে গবেষণা প্রকাশ করেছেন। তিনি সামাজিক ন্যায়বিচারের জন্য প্রতিরোধমূলক কাজ হিসেবে অনুবাদের উপর দৃষ্টি নিবদ্ধ করেন। তিনি সম্প্রতি ‘প্যালেস্তাইন রেজিস্ট্যান্স লিটারেচার ইন ট্র্যান্সলেশন: ঘাসান কানাফানি’স মেন ইন দ্য সান’ শিরোনামে একটি অধ্যায় এবং ‘ পোয়েট্রি ফর সোশিও-পলিটিক্যাল জাস্টিস ইন প্যালেস্তাইন: মাহমুদ দারউইশ’স ট্র্যান্সলেশন অ্যান্ড রি-ন্যারেশন অফ প্যালেস্তাইন-ইজরায়েল এনকাউন্টার’ শিরোনামে একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। তাঁর সর্বশেষ গবেষণাপত্রের শিরোনাম: ‘মিডিয়া কভারেজ অফ হিউম্যান রাইটস ইন প্যালেস্তাইন’ এবং তার সর্বশেষ বই পর্যালোচনা ডিজিটাল যুগে সংবাদের মান সম্পর্কে আলোচনা করে।

    মে মাসে এই বক্তব্য রেখেছিলেন প্রফেসর এমিরেটাস ওয়াল্টার মিগনলো। গবেষণার এই ক্ষেত্রে তিনি এক প্রথিতযশা নাম। তাঁর বক্তব্যের বিষয় ছিল, ‘হোয়াট ডাস ইট মিন টু ডিকনোলাইজ'।

    জুন মাসে বক্তব্য রেখেছিলেন উত্তর-ঔপনিবেশকতাবাদ, সমাজবিজ্ঞানে ইউরোপ কেন্দ্রিকতা বিষয়ে বিখ্যাত চিন্তক ও গবেষক সৈয়দ ফরিদ আহলাতাস। তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের অধ্যাপকও।তাঁর বক্তব্যের বিষয়, 'ক্রিটিক অ্যান্ড কনস্ট্রাকশন ইন নলেজ ক্রিয়েশন: টেকিং ডিকলোনাইজেশন সিরিয়াসলি'। এই বিষয়টি নিয়ে ভারতে চর্চিত সমাজবিজ্ঞানের পরিধিতে এর আগে তেমন করে আলোচনা হয়নি। সে দিক থেকে দেখতে গেলে বিষয় হিসাবে এটি অভিনব। 
  • Link to this news (আজকাল)