৫টাকা থেকে ৭০ টাকা, বিমান বন্দর থেকে মেট্রোয় কোথায় যেতে কত টাকা লাগবে জানেন?...
আজকাল | ১৯ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বুধবার সন্ধেয় বড় আপডেট পাওয়া যায় কলকাতা মেট্রো প্রসঙ্গে। সূত্রের খবর, আর দেরি নয়, স্বাধীনতা দিবসের পরেই শুরু হয়ে যাবে শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচল। ২২ আগস্ট, ওই লাইনের মেট্রো চলাচলের উদ্বোধন করার সম্ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আপাতত ঠিক হয়ে রয়েছে তেমনটাই, খবর সূত্রের।
একই সঙ্গে জানা গিয়েছে, কেবল এক রুটের নয়, ওইদিন নোয়াপাড়া থেকে জয়হিন্দ পর্যন্ত নবনির্মিত ইয়লো লাইন, হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলিয়াঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইন এবং গ্রিন লাইন - ১ ও ২ অর্থাৎ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আন্তঃসংযুক্ত মেট্রো স্টেশনের উদ্বোধনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর হাতে। ওই দিনের অনুষ্ঠান প্রসঙ্গে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে সংশ্লিষ্ট বিভাগে। কর্মীদের জানানো হয়েছে কী কী করণীয় ওই বিশেষ দিনের জন্য।
বিমান বন্দর মেট্রো স্টেশনের নাম করণ করা হয়েছে জয় হিন্দ মেট্রো স্টেশন নামে। শুক্রবার প্রধানমন্ত্রীর মেট্রো লাইন উদ্বোধনের পর যশোর রোড থেকে জয় হিন্দ পর্যন্ত প্রধানমন্ত্রী মেট্রোয় চড়ে যাবেন বলেও খবর সূত্রের।
মেট্রো উদ্বোধনের পর থেকেই নজরে ছিল, ভাড়া প্রসঙ্গে। সূত্রের খবর, ন্যূনতম পাঁচ টাকা থেকে শুরু হচ্ছে নয়া লাইনের মেট্রোর ভাড়া। কোথা থেকে কোথায় যেতে কত টাকার টিকিট কাটতে হবে?
সূত্রের তথ্য-
বিমান বন্দর থেকে যশোর রোড যেতে ভাড়া- ৫টাকা।বিমান বন্দর থেকে নোয়াপাড়া যেতে ভাড়া- ২০টাকাবিমান বন্দর থেকে চাঁদনি চক যেতে ভাড়া- ৪০টাকাবিমান বন্দর থেকে এসপ্ল্যানেড যেতে ভাড়া- ৪০টাকাবিমান বন্দর থেকে কবি সুভাষ যেতে ভাড়া- ৪৫টাকাবিমান বন্দর থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন যেতে ভাড়া- ৫০টাকাবিমানবন্দর থেকে হাওড়া যেতে ভাড়া- ৫০টাকাবিমানবন্দর থেকে সেক্টর ফাইভ যেতে ভাড়া- ৭০ টাকাবিমানবন্দর থেকে করুণাময়ী যেতে ভাড়া- ৭০টাকা
আগস্ট মাসেই যে প্রধানমন্ত্রী খোদ শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচলের উদ্বোধন করতে পারেন, সেই জল্পনা ছিলই গত কয়েকদিন ধরেই। ২০২৪ সালেই সূচনা হয়ে গিয়েছে গঙ্গার তলায় মেট্রো চলাচল। অন্যদিকে মেট্রো ছুটছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। তাতে বহু মানুষের দৈনন্দিন যাতায়াতের সুবিধা হয়েছে। তবে বউবাজার অংশে নানা সমস্যার কারণে দীর্ঘকাল থমকে ছিল ওই অংশের কাজ। তবে এবার শিয়ালদল-এসপ্ল্যানেড লাইনের উদ্বোধন হয়ে গেলে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোতেই যাতায়াত করতে পারবেন যাত্রীরা।