• সরকারি ক্যাম্পে দলীয় পতাকা নিয়ে ভিড় TMC কর্মীদের, 'চোখে পড়েনি,' বলছেন অরূপ
    আজ তক | ১৯ আগস্ট ২০২৫
  • সরকারি শিবিরে শাসক দলের পতাকা। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের মঞ্চে একেবারে দলীয় পতাকা হাতে ঢুকে পড়লেন তৃণমূল কর্মীরা। গঙ্গাজলঘাটি ব্লকের লটিয়াবনির ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়। পরে তড়িঘড়ি ফেরানো হল পতাকা হাতে থাকা কর্মীদের। সূত্রের খবর, লটিয়াবনি অঞ্চল উচ্চ বিদ্যালয়ে ক্যাম্প করা হয়েছিল। আর তার শুরু থেকেই কয়েকজন তৃণমূল কর্মী কাঁধে পতাকা নিয়ে ঢুকে পড়েন। বিষয়টি নজরে আসতেই অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল নেতৃত্ব। মাঠে নামেন স্থানীয় নেতারা। মুহূর্তে পতাকা গুটিয়ে কর্মীদের শিবির থেকে বের করে আনা হয়। শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। যদিও তিনি স্পষ্ট জানান, এই ঘটনাটি তাঁর চোখে পড়েনি। অরূপ রায়ের বক্তব্য, 'এই ক্যাম্পে অনেক মানুষ এসেছিলেন। তাঁদের অভাব-অভিযোগ শোনা হয়েছে। মানুষ প্রস্তাবও দিয়েছেন। তবে পতাকা নিয়ে ঢোকার বিষয়টি আমার চোখে পড়েনি।'

    স্থানীয় নেতৃত্বের সাফাই
    স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানায়, এই শিবির সম্পূর্ণ সরকারি অনুষ্ঠান। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। 'আবেগের বশে' কিছু কর্মী দলের পতাকা নিয়ে সেখানে হাজির হয়েছিলেন। তাই তাঁদের ফেরানো হয়েছে।

    বিজেপির আক্রমণ
    এই ঘটনা নিয়ে বিজেপি সরাসরি শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। তাঁদের অভিযোগ, দল ও সরকার এক হয়ে গিয়েছে। বিজেপির দাবি, 'সাধারণ মানুষের করের টাকায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের মাধ্যমে তৃণমূলের দলীয় প্রচার চালানো হচ্ছে। আজকের ঘটনাই তার প্রমাণ।'
    লটিয়াবনি অঞ্চল হাইস্কুলের এই শিবিরে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, বাঁকুড়ার জেলা শাসক সিয়াদ এন, এবং ব্লক স্তরের প্রশাসনিক আধিকারিকেরা। ২৫৯, ২৬০ ও ২৬২ নম্বর বুথের জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছিল।  

    সংবাদদাতা: নির্ভীক চৌধুরী
  • Link to this news (আজ তক)