• কাজ পাইয়ে দেওয়ার টোপে বারবার ধর্ষণ টলিউডের মডেলকে, পরিচালক ও প্রযোজকের নামে FIR
    আজ তক | ১৯ আগস্ট ২০২৫
  • সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নামে কলকাতার উঠতি মডেলকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। কসবা থানায় অভিযোগ দায়ের করলেন তরুণী। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্তদের একজন সিনেমার পরিচালক অন্যজন প্রযোজক। 

    সোমবার রাতে ওই তরুণী কসবা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে উল্লেখ, সেই ২০২৩ সালের অগাস্ট মাস থেকে কাজ পাইয়ে দেওয়ার নামে তাঁকে ধর্ষণ করছেন ২ জন। তাঁরা সিনেমা জগতের সঙ্গে যুক্ত। কলকাতা ও কলকাতার বাইরে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। মুখ বন্ধ রাখার হুমকিও দেওয়া হয়, একথাও জানান অভিযোগকারিণী।

    পুলিশ সূত্রে খবর, সেই তরুণী ২০২৩ সাল থেকে কাজ খুঁজছিলেন। তিনি সিনেমায় অভিনয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তবে সুযোগ পাচ্ছিলেন না। ঠিক তখনই এস এস উদ্দিন ওরফে রিকি ও রাজশ্রী দের সঙ্গে পরিচয় হয় তাঁর। অভিযোগ, ওই দুজন টলিউডের সঙ্গে যুক্ত। তাঁরা কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। 

    ২০২৩ সালের অগাস্ট মাস থেকে ওই দুই ব্যক্তির সঙ্গে আলাপ হয় তরুণীর। ওঠাবসা চলতে থাকে। অভিযোগ, রিকি ও রাজশ্রী তাঁকে ধর্ষণ করতে শুরু করে। দিনের পর দিন। তবে প্রতিশ্রুতি দিলেও কাজ দেয়নি। তারপরই ওই তরুণী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

    পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৩৫১(২) ও ৬১ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হবে। 

    কিছুদিন আগে এই কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের ছাত্রনেতা মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। মনোজিতের সঙ্গে আরও দু'জন পাঠরত ছাত্রকে গ্রেফতার করা হয়। অভিযোগ ওঠে, কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরেও ক্লাসরুমে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে দীর্ঘক্ষণ ধরে একাধিকবার গণধর্ষণ করা হয়। সেই ঘটনায় তোলপাড় পড়ে যায় রাজ্যে। 
     
  • Link to this news (আজ তক)