• সারদা কাণ্ড: সুদীপ্ত ও দেবযানী বেকসুর খালাস
    দৈনিক স্টেটসম্যান | ১৯ আগস্ট ২০২৫
  • সারদা কেলেঙ্কারি মামলায় নয়া মোড়। মঙ্গলবার তিনটি মামলা থেকে বেকসুর খালাস পেলেন সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। ২০১৩ সালে হেয়ার স্ট্রিট থানায় তিনটি এফআইআর রুজু হয়েছিল তাঁদের নামে। তিনটি মামলা মিলিয়ে প্রায় ১০-১৫ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছিল। পরে রাজ্য সরকার তাঁদের বিরুদ্ধে মামলা করে। ব্যাঙ্কশাল আদালতের বিচারক নিধি শ্রী জানিয়েছেন, এই মামলায় কলকাতা পুলিশ প্রতারণার অভিযোগ প্রমাণ করতে পারেনি। এদিন রায় ঘোষণার পরে হাসতে দেখা যায় সুদীপ্ত ও দেবযানীকে। তাঁরা হাতজোড় করে বিচারকের উদ্দেশে কৃতজ্ঞতা জানান।

    সুদীপ্ত-দেবযানীর বিরুদ্ধে মোট ২৫০টি মামলা রয়েছে। এর মধ্যে ২১৪টি মামলায় জামিন পেয়েছেন তাঁরা। বাকি মামলায় জামিন পাননি। ফলে এদিন বেকসুর খালাস হওয়ার পরও দু’জনকেই জেলে থাকতে হবে। দেবযানী রয়েছেন দমদম সেন্ট্রাল জেলে ও সুদীপ্ত রয়েছেন প্রেসিডেন্সি জেলে। দেবযানীর আইনজীবী শুভজিৎ বল বলেন, ‘এই তিন মামলায় সাক্ষী হিসাবে ৫০ জনের নাম থাকলেও প্রায় ১৫ জনের কোনও সাক্ষ্য পাওয়া যায়নি। যাঁরা প্রতারিত হয়েছেন বলে অভিযোগ তুলেছিলেন, তাঁরাও প্রতারণা এবং বিশ্বাসভঙ্গ প্রমাণ করতে পারেননি। সেই কারণেই আদালত ওই তিন মামলায় বেকসুর খালাস করে দিয়েছে।’

    দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায় বলেন, ‘সত্যের জয় কিছুটা হলেও হয়েছে। সময় লাগছে। এই মামলায় সময় লাগার কথা নয়, তা-ও লাগছে। মেনে নিয়েছি। আজ প্রথম কোনও মামলায় খালাস হল। এটির প্রেক্ষিতেই হয়ত অন্য মামলাতেও খালাস হবে। সময়কে মেনে নিতে হয়েছে। সময়ে বিচার পাইনি। বিচারে দেরি হচ্ছে। কারণ আমি কোনওদিনই বলব না। আমার মেয়ে কোনওদিনই মুখ খুলবে না। ১৩ বছর হয়ে গিয়েছে, এখনও খুলবে না। কিছু বলতে চাই না, বলব না।’

    প্রসঙ্গত, ২০১৩-তে সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পর ওই বছরেরই ১২ এপ্রিল দেবযানী মুখোপাধ্যায়কে নিয়ে কলকাতা ছেড়ে পালিয়ে গিয়েছিলেন সুদীপ্ত সেন। তাঁর সঙ্গে ছিলেন গাড়ির চালক। পরে জেরায় জানা যায়, চালককে রাঁচিতে গিয়ে ছেড়ে দিয়ে রাঁচি হয়ে গাড়ি করে সড়কপথে হরিদ্বার, দেরাদুন, পাঞ্জাব হয়ে কাশ্মীরে গা ঢাকা দিয়েছিলেন সুদীপ্ত সেনরা। পরে দেবযানীর মাকে জিজ্ঞাসাবাদ করে তৎকালীন তদন্তকারী আধিকারিকরা কাশ্মীরের কথা জানতে পারেন। কাশ্মীরের সোনমার্গ থেকে সুদীপ্ত সেন সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তভার হাতে নিয়ে সিবিআইও মামলা রুজু করে। পাশাপাশি ইডি এবং সেবিও সুদীপ্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)