বাড়ির সামনে তাস খেলার প্রতিবাদ, গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপ কুলতলিতে
প্রতিদিন | ১৯ আগস্ট ২০২৫
দেবব্রত মণ্ডল, বারুইপুর: বাড়ির সামনেই রাতভোর তাস খেলার সঙ্গে চলছিল চেঁচামেচি ও গালিগালাজ বলে অভিযোগ। ঘুমোতে না পেরে প্রতিবাদ করেছিলেন গৃহবধূ। উলটে তিনিই আক্রান্ত হলেন বধূ! ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ দেওয়া হয় বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
কুলতলি থানার ১ নম্বর মধুসূদনপুর এলাকায় রাতে তাসের আড্ডা বসে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা অনন্ত মণ্ডলের বাড়ির সামনে সারারাত ধরে চলছিল তাস খেলা। অভিযোগ, খেলা চলাকালীন নিজেদের মধ্যে গণ্ডগোল, গালিগালাজ চলছিল বলে অভিযোগ। ঘুমাতে না পেরে অনন্ত মণ্ডলের স্ত্রী নীলিমা ভোররাতে বাইরে বেরিয়ে প্রতিবাদ করেছিলেন। অভিযোগ, সেইসময় শরদিন্দু গায়েন নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলার মাথায় আঘাত করেন। তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন। বউদিকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন দেবর শান্ত মণ্ডল। তিনিও আক্রান্ত হন বলে অভিযোগ।
তাঁদের আর্তনাদে প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসেন। তাঁদেরও গালিগালাজ করা হয় বলে অভিযোগ। জখম দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরেই থানায় দায়ের হয় অভিযোগ। তদন্তে নেমে পুলিশ শরদিন্দু গায়েনকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।