• ১০ টাকারও কম খরচে নতুন রুটে মেট্রো সফর! দেখে নিন ভাড়ার তালিকা
    প্রতিদিন | ১৯ আগস্ট ২০২৫
  • নব্যেন্দু হাজরা: কাউন্টডাউন শুরু! শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হবে শহরের তিনটি মেট্রো পরিষেবার। তালিকায় রয়েছে রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রোপথ, গ্রিন লাইনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান এবং নোয়াপাড়া থেকে সরাসরি কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা। শহরের একাধিক মেট্রো পরিষেবার উদ্বোধন ঘিরে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে মেট্রোর তরফে ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন মেট্রো পরিষেবার ক্ষেত্রে ভাড়া কত হবে তা নিয়ে যাত্রীদের আগ্রহ সবথেকে বেশি। আর সে কথা মাথায় রেখেই বিমানবন্দর স্টেশন থেকে বেশ কয়েকটি রুটের জন্য ভাড়ার তালিকা সামনে এসেছে।

    এক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে মাত্র ৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া রাখা হয়েছে ৭০ টাকা। একনজরে দেখে নেওয়া যাক বিমানবন্দর থেকে কোন কোন স্টেশনের ক্ষেত্রে কত টাকা ভাড়া পড়বে।

    মেট্রো সূত্রে জানা গিয়েছে, বিমানবন্দর থেকে যশোর রোড যেতে সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে মাত্র ৫ টাকা। তবে সংশ্লিষ্ট এই স্টেশন থেকেই নোয়াপাড়া যেতে ভাড়া পড়বে ২০ টাকা। অন্যদিকে বিমানবন্দর থেকে চাঁদনি চক বা এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত টিকিটের দাম ৪০ টাকা, বিমানবন্দর-কবি সুভাষ রুটে ৪৫ টাকা, বিমানবন্দর-রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) রুটে ৬৫ টাকা, বিমানবন্দর-হাওড়া রুটে ৫০ টাকা, বিমানবন্দর থেকে সেক্টর ৫ বা করুণাময়ী যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের দিতে হবে ৭০ টাকা ভাড়া। এই রুটে এটিই সর্বোচ্চ ভাড়া।

    কলকাতা বিমান বন্দর স্টেশনের নাম রাখা হয়েছে জয় হিন্দ মেট্রো স্টেশন। ইতিমধ্যে সেজে উঠেছে এই স্টেশন। মাটির নিচে তৈরি হওয়া এটি এশিয়ার অন্যতম বড় স্টেশন। নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রোর দূরত্ব হচ্ছে ৭.০৪ কিলোমিটারের মতো। তার মধ্যে ১.৮ কিমির অংশ মাটির নীচে আছে। ৫.২৩ কিমি অংশ আছে মাটির উপরে।
  • Link to this news (প্রতিদিন)