• সিঙ্গুরের নার্সিং পড়ুয়ার মৃত্যুতে আত্মহত্যা তত্ত্বই জোরালো হচ্ছে, এল ময়নাতদন্তের রিপোর্ট
    এই সময় | ১৯ আগস্ট ২০২৫
  • নার্সিং পড়ুয়ার সিঙ্গুরের নার্সিংহোমে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আত্মহত্যার সম্ভাবনাই জোরালো হচ্ছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সেই দিকেই ইঙ্গিত করছে বলে হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রে খবর। পরিবারের দাবি মেনে কল্যাণীর AIIMS-এ তরুণীর দেহের ময়নাতদন্ত হয়েছে। AIIMS-এর প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গলায় ফাঁস লাগার কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যুর ঘটনা।

    মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটা খতিয়ে দেখার জন্য ভিসেরা পরীক্ষার জন্য সংরক্ষিত করা হয়েছে। রিপোর্টে ‘Antemortem Hanging’ শব্দবন্ধ ব্যবহার করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার তত্ত্ব আরও জোরালো হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও খবর।

    গত বুধবার রাতে সিঙ্গুরের বড় তেলিয়ার মোড় এলাকায় একটি নার্সিংহোম থেকে দীপালি জানা নামে এক নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর ঠিক তিন দিন আগেই কাজে যোগ দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ওই তরুণী।

    তরুণীর পরিবারের তরফে অভিযোগ তোলা হয়, এই ঘটনা আত্মহত্যা নয়, খুন। ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বাম, বিজেপি। ঘটনায় প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হলেও পরে মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করে পুলিশ।

    তদন্তে নেমে নার্সিংহোমের মালিক ও দীপালির এক বন্ধুকে গ্রেপ্তার করে সিঙ্গুর থানা। সেই বন্ধু জেরায় জানান, তিনি বেসরকারি প্রতিষ্ঠানের ডায়ালিসিস ইউনিটে কাজ করেন। কাজের সূত্রেই দীপালির সঙ্গে তাঁর পরিচয়। উঠে আসে তাঁদের সম্পর্ক নিয়েও বেশ কিছু বিষয়।

    মৃতের বাবা দাবি করেছিলেন, তাঁর মেয়ের ময়নাতদন্ত কেন্দ্রীয় সরকারের হাতে থাকা কোনও হাসপাতালে করাতে হবে। সেই মতো ১৬ই অগস্ট কল্যাণী AIIMS-এ ময়নাতদন্ত হয়। তার পরে দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।

  • Link to this news (এই সময়)