• কসবায় উঠতি মডেলকে ধর্ষণের অভিযোগ ঘিরে শোরগোল, অভিযুক্ত ২
    এই সময় | ১৯ আগস্ট ২০২৫
  • সিনে দুনিয়ার দুই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন এক মডেল। কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের নাম এসএস উদ্দিন এবং রাজর্ষি দে। অভিযুক্তরা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।

    নির্যাতিতার অভিযোগ, ২০২৩ সালে অগস্ট মাসে এই দুই ব্যক্তি তাঁর উপরে যৌন নির্যাতন চালিয়েছিল। এর পরে বিভিন্ন সময়ে তাঁর উপরে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। বিষয়টি গোপন রাখার জন্য তাঁকে হুমকি দেওয়া হয় বলেও দাবি নির্যাতিতার। ইতিমধ্যেই ওই দুই জনের বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। অভিযোগকারী মহিলা মডেলিং করতেন। সিনেমায় কাজ করার জন্যও চেষ্টা করছিলেন। সেই সূত্রেই এই দুই জনের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত এই অভিযোগের প্রেক্ষিতে কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    উল্লেখ্য, চলতি বছরেই কসবার আইন কলেজের এক পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। এই ঘটনায় অভিযুক্ত দুই ছাত্র এবং কলেজেরই এক প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় এবং জইব আহমেদকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

  • Link to this news (এই সময়)