তিনতলা ‘বিল্ডিং’, পুরোটা না হলেও অর্ধেকটা জুড়ে বিরিয়ানির দোকান। আর তা তৈরি করা হয়েছিল ৩০ বছর পুরোনো স্বামী বিবেকানন্দের মূর্তি সরিয়ে। এলাকাবাসী প্রতিবাদ করার চেষ্টা করলেও তা ধোপে টেকেনি। অবশেষে বেআইনি ভাবে তৈরি হওয়া সেই ‘বিরিয়ানি স্টোর’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল বর্ধমান পুরসভা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের পারবীরহাটাতে।
স্থানীয়রা জানাচ্ছেন, বর্ধমানের তেলিপুকুর রোডের ধারে ছিল নেতাজি সঙ্ঘের একতলা ক্লাবঘর। তার সামনে ছিল স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি। কিন্তু হঠাৎই সেই মূর্তি সরিয়ে সেই জায়গায় গড়ে ওঠে তিন তলা বিল্ডিং। একবারে উপরের তলায় চলছিল ক্লাব। নীচের দুটি তলায় খোলা হয়েছিল বিরিয়ানির দোকান।
পুরসভার দাবি, ওই বিল্ডিং নির্মাণের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। ফলে তাদের তরফে কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে ধরানো হয়েছিল নোটিসও। কিন্তু পুরসভার সেই নোটিস অগ্রাহ্য করে নির্মাণকাজ করা হচ্ছিল। বর্ধমান পুরসভার ল অফিসার তন্ময় তা বলেন, ‘এই ক্লাব বেসরকারি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বেআইনি ভাবে বিল্ডিংটি তৈরি করেছিল। ওদের কাছে বৈধ কোনও কাগজপত্রও নেই। এমনকী, হাই কোর্টে গিয়ে এই বিল্ডিংটি ভাঙার বিরুদ্ধে স্টে নেওয়ার চেষ্টাও করেছিল। কিন্তু পারেনি। এর পরেই পুরবোর্ড সর্বসম্মতিক্রমে তা ভাঙার সিদ্ধান্ত নেয়।’
বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, ‘সরকারি জায়গায় ওই ক্লাব তৈরি করা হয়েছিল। আমরা আইনানুগ পদ্ধতি মেনে ওদের আটকানোর জন্য সমস্ত পদক্ষেপ করেছিলাম।’ তিনি আরও বলেন, ‘ওই জায়গায় স্বামী বিবেকানন্দের মূর্তি ছিল। তা ওখান থেকে সরিয়ে বিরিয়ানির হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছিল। যা বর্ধমানবাসীর কাছে অত্যন্ত দুঃখের ছিল। তাই বাধ্য হয়ে ওই বিল্ডিং ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় পুরসভা।’