• কাটোয়া-বর্ধমান রুটের যাত্রীদের জন্য সুখবর, শীঘ্রই চালু জোড়া লোকাল, রইল সময়সূচি
    এই সময় | ২০ আগস্ট ২০২৫
  • কাটোয়া-বর্ধমান রুটের রেলযাত্রীদের জন্য সুখবর। পুজোর আগেই চালু হতে চলেছে কাটোয়া-বর্ধমান (EMU) স্পেশাল ট্রেন। আগামী ২২ অগস্ট থেকে এই রুটে রেলের তরফে আরও দুটি নতুন লোকাল ট্রেন দেওয়া হবে, একটি বিজ্ঞপ্তি দিয়ে তা জানানো হয়েছে।

    প্রসঙ্গত, সংশ্লিষ্ট লাইনে আরও দু’টি লোকাল ট্রেন চালু করার জন্য দীর্ঘদিন ধরে আর্জি জানিয়ে এসেছিলেন নিত্যযাত্রীরা। এর আগে সংশ্লিষ্ট রুটে ছয় জোড়া লোকাল ট্রেন চলছিল। যাত্রীদের দাবি ছিল, দুপুর এবং বিকেলের দিকে আরও একটি করে ট্রেন দেওয়া হলে দুর্ভোগ কমবে। অন্য লোকালগুলিতেও ভিড় কমবে। স্থানীয়দের পাশাপাশি এই দাবি শোনা গিয়েছিল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদের কণ্ঠেও।

    মঙ্গলবার তিনি দাবি করেছেন, তাঁর আবেদনে সাড়া দিয়ে রেল মন্ত্রক এই রুটে আরও দু’টি লোকাল ট্রেন চালু করার কথা ঘোষণা করেছে। আগামী ২২ অগস্ট থেকে সেই দু’টি ট্রেন চলাচল করবে।

    একটি ট্রেন কাটোয়া থেকে ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে এবং তা বর্ধমানে পৌঁছবে ৩টে ১০ মিনিটে। অন্যদিকে, বর্ধমান থেকে একটি লোকাল ছাড়বে বিকেল ৪টের সময়ে এবং ৫টা ২০ মিনিটে কাটোয়ায় পৌঁছবে।

    কীর্তি আজাদ জানিয়েছেন, এই দু’টি লোকাল চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে। বিশেষ করে বর্ধমান থেকে কাটোয়াগামী ট্রেনে যে অতিরিক্ত ভিড় হওয়ার সমস্যা ছিল, তা মিটবে। পাশাপাশি কাটোয়া- আমোদপুর রুটের নিরোলগ্রামে ট্রেনের স্টপেজ দেবার দাবি করেছেন তিনি।

  • Link to this news (এই সময়)