• খেলার সময় লোহার বিমের নিচে পিষে মৃত্যু শিশুর, মর্মান্তিক ঘটনা খড়গপুর স্টেশনে
    প্রতিদিন | ২০ আগস্ট ২০২৫
  • অংশুপ্রতিম পাল, খড়গপুর: স্টেশনের প্ল্যাটফর্মে মোটা, ভারী লোহার বিম ধরে খেলছিল একটি শিশু। আচমকাই ঘটে অঘটন। বিমটি উলটে পড়ে যায়। সেটির নিচে পিষ্ট হয়ে মৃত্যু হল ওই শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর স্টেশনে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে। রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    জানা গিয়েছে, ভবঘুরে ওই বছর আটেকের অজ্ঞাতপরিচয় শিশু তার বাবার সঙ্গেই স্টেশনে থাকত। স্টেশন চত্বরেই ওই শিশু ঘুরেফিরে বেরাত বলে খবর। স্টেশনের ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে একটি লোহার মোটা ভারী বিম রাখা ছিল। এদিন দুপুরে শিশুটি ওই বিমের সামনেই খেলা করছিল। বিমটি ধরে ঝোলার চেষ্টা করছিল সে। আচমকাই সেই বিমটি শিশুটির উপর উলটে যায়। চাপা পড়ে যায় ওই শিশু। দ্রুত আশপাশ থেকে ছুটে যায় স্টেশনে উপস্থিত লোকজন। জিআরপি ও আরপিএফ বাহিনী ঘটনাস্থলে যায়। শিশুটিকে উদ্ধার করে দ্রুত খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

    জানা গিয়েছে, ঘটনার সময় শিশুটির বাবা কাজে গিয়েছিলেন। তাঁকেও খবর পাঠানো হলে তিনি হাসপাতালে পৌঁছন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু স্টেশন চত্বরে কেন ওভাবে রাখা ছিল ওই লোহার বিম? জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে খড়গপুর স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে। ফলে স্টেশনের ভেতরে ও বাইরে প্রচুর পরিমাণে লোহার বিম থেকে শুরু করে নানান ধরনের জিনিস রাখা রয়েছে। এরকমই একটি বিম রাখা ছিল স্টেশনের ভেতরে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্মের মাঝে। সেই বিমটি ধরে ঝুলে খেলার সময় এই বিপত্তি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)