লক্ষ্য ছাব্বিশের ভোট, ফের কলকাতায় পুজো উদ্বোধনে অমিত শাহ
প্রতিদিন | ২০ আগস্ট ২০২৫
স্টাফ রিপোর্টার: ছাব্বিশের ভোট সামনে রেখে ফের বাংলায় দুর্গোৎসবে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৩ সালে শেষ এসেছিলেন, লোকসভা ভোটের আগে। চব্বিশে আসেননি। এবার ২০২৫ সালে দুর্গাপুজোর উদ্বোধনে ফের রাজ্যে আসছেন শাহ। লক্ষ্য, ছাব্বিশের বিধানসভা ভোটের প্রচার।
বিজেপি শাসিত ভিনরাজ্যে বাঙালি তথা বাংলাভাষীদের উপর লাগাতার আক্রমণের অভিযোগ বাঙালির পার্টি হতে চাওয়া এ রাজ্যের পদ্ম শিবিরকে বিড়ম্বনায় ফেলেছে। আর তাই বাঙালিয়ানাকে জড়িয়ে ধরতে এবার ফের জাঁকজমক করে দুর্গোৎসবের আয়োজনে যে বঙ্গ বিজেপি করছে, তার আভাস আগেই মিলেছিল। বকলমে দলের তরফে আয়োজিত সল্টলেকের ইজেডসিসিতে দুর্গাপুজোর খুঁটি পুজো হয়েছিল। শাহের আসন্ন সফরের আগে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক রাজ্য সফরেও তাঁর ভাষণে মা দুর্গা, মা কালীর নাম শোনা গিয়েছিল। রাজনৈতিক মহলে তখনই জল্পনা ছড়ায়, তাহলে কি বিজেপি বাঙালির আরাধ্য দেবীদের শরণাপন্ন হতে চলেছে? সেই আবহেই এবার শাহ আসছেন দুর্গা পুজোর উদ্বোধনে।
বিজেপি সূত্রের খবর, মহালয়ার পরদিনেই কলকাতায় দু’টি এবং সল্টলেকে ১টি মণ্ডপের ফিতে কাটবেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পুজোর উদ্বোধনের তালিকায় উত্তর কলকাতার একটি পুজোর পাশাপাশি সল্টলেকের ইজেডসিসি-তে ‘ব’কলমে বিজেপি আয়োজিত পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চের পুজো রয়েছে। গত বছর পুজোর সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এসেছিলেন। উত্তর কলকাতা ও হাওড়া মিলিয়ে মোট দু’টি পুজোর উদ্বোধন করেছিলেন। এবার আসছেন অমিত শাহ।
তবে এই হাতেগোনা দু-একটি পুজো ছাড়া কলকাতার প্রায় সব বড় পুজো কমিটিই রাজ্যের শাসকদলের দখলে রয়েছে। বাংলার পুজো কমিটির কর্তাদের আস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকারের উপরই। সকলেই মানেন, বাংলার পুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।