• প্রতিবেশীর যাতায়াত বন্ধ করতে রাস্তায় দেওয়াল, অভিযুক্ত দিলীপ, দাদাগিরির অভিযোগ বিতর্কিত তৃণমূল নেতার বিরুদ্ধে
    বর্তমান | ২০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার ‘দাদাগিরিতে’ অভিযুক্ত দিলীপ বর্মন। তিনি শিলিগুড়ি পুরসভার ‘বিদ্রোহী’ মেয়র পারিষদ। অভিযোগ, প্রতিবেশীকে হেনস্তা করতেই সরকারি রাস্তায় ইটের দেওয়াল তুলেছেন। মঙ্গলবার এনিয়ে প্রতিবাদ করেন প্রতিবেশী মহিলা। তিনি ও তাঁর ছেলেরা দেওয়াল ভাঙার চেষ্টা করলে তাঁদের আক্রমণ করা হয় বলে অভিযোগ। সুবিচারের দাবিতে ওই মহিলা প্রধাননগর থানার দ্বারস্থ হন। যদিও দিলীপের দাবি, মহিলার অভিযোগ ভিত্তিহীন। এক্ষেত্রে দিলীপের পাশে দাঁড়াবে না দল, জানিয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস কমিটি। গোটা ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। 

    শিলিগুড়ির রাজনীতিতে বিতর্কিত ‘মুখ’ দিলীপ। শহরের চম্পাসারিতে তাঁর বাড়ি। এবার তাঁর বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গলির রাস্তার শেষ মাথায় দিলীপের বাড়ি। পাশেই আরএক মহিলার বাড়ির পিছনের অংশ। অভিযোগ, দু’দিন আগে ওই বাড়ির পিছনের অংশে সরকারি রাস্তায় ইটের দেওয়াল তুলে দেন দিলীপ। এদিন দুপুরে লোহার রড, বাঁশ দিয়ে সেই দেওয়াল ভাঙার চেষ্টা করেন মহিলা ও তাঁর ছেলেরা। এনিয়েই তাঁদের সঙ্গে দিলীপের বচসা বাধে। দেখে নেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি, ওই মহিলার বিশেষ চাহিদা সম্পন্ন ছেলের উপর চড়াও হন বলে অভিযোগ। 

    ওই মহিলার নাম শিখারানি দেবনাথ। তিনি বলেন, অন্যায়ভাবে সরকারি রাস্তায় দেওয়াল তুলেছেন কাউন্সিলার। যার ফলে বাড়ির পিছনের অংশ দিয়ে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। কাউন্সিলারের এমন দাদাগিরি মানা যায় না। উনি আমার ছেলের গায়ে আঘাত করেছেন। আমি থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। 

    চম্পাসারি সহ গোটা ৪৬ নম্বর ওয়ার্ডে দিলীপের দাপট দীর্ঘদিনের। পুরসভার ট্রেড লাইসেন্স, আবাস ও ক্রীড়া এই তিন বিভাগের দায়িত্ব পাওয়ার পর তাঁর প্রভাব আরও বেড়েছে। দিলীপ অবশ্য ওই মহিলার অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন, কয়েকদিন আগে নাতির গৃহশিক্ষক বাড়ির কাছে রাস্তার ধারে স্কুটার রেখেছিলেন। সেই গাড়ি ভাঙচুর করা হয়। এরপর মেয়ে সেখানে ইটের গাঁথনি দিয়েছে যাতে কেউ সেখানে আর স্কুটার, বাইক রাখতে না পারে। এদিন সেই দেওয়াল ভাঙচুর করেন ওই মহিলা। তিনি ও তাঁর ছেলেরা অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তাঁদের গায়ে হাত দেওয়া হয়নি। কাজেই দাদাগিরির অভিযোগ ভিত্তিহীন। ওই মহিলা দীর্ঘদিন ধরেই ঝগড়া করার চেষ্টা করছেন। 

    এর আগে পুরসভার বোর্ড মিটিংয়ে প্রশ্ন করতে না দেওয়ায় মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেন দিলীপ। যারজন্য তিনি বিদ্রোহী এমআইসি হিসেবে পরিচিত। দলেরও একাধিক নেতা-নেত্রীর সঙ্গে বহুবার ঝামেলায় জড়িয়েছেন তিনি। এবার প্রতিবেশীর সঙ্গে ঝামেলায় জড়ানোয় তৃণমূলের স্থানীয় নেতৃত্ব অস্বস্তিতে পড়েছে। দলের ৪৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি মহম্মদ জহুর বলেন, ওই গোলমালের রিপোর্ট দলের শীর্ষ নেতৃত্বের কাছে করেছি। এবার ওঁর পাশে দাঁড়ানো যাবে না। 
  • Link to this news (বর্তমান)