• ফ্ল্যাটের বন্ধ ঘরে মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী শিলিগুড়ির ওষুধ ব্যবসায়ী
    বর্তমান | ২০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নিজের ফ্ল্যাটে বন্ধ ঘরে মাথায় গুলি করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সেভক রোডের একটি আবাসনে। পুলিস জানিয়েছে, মৃতের নাম প্রতীক আগরওয়াল (৩৪)। 

    স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই আবাসনের বাসিন্দা ছিলেন প্রতীক। তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। পেশায় ওষুধ ব্যবসায়ী প্রতীক অনেকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিস। এদিন দুপুরে স্ত্রীকে দোকানে যেতে বলেন। স্ত্রী দোকানে যান। তিনি জানিয়েছিলেন কিছুক্ষণের মধ্যেই দোকানে পৌঁছবেন। এক ঘণ্টা পেরিয়ে গেলেও দোকানে না আসায় স্বামীকে ফোন করতে থাকেন স্ত্রী। কিন্তু কোনও উত্তর না পেয়ে ফ্ল্যাটে চলে আসেন। দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। বিষয়টি নিয়ে প্রতীকের স্ত্রীর সন্দেহ হওয়ায় তিনি প্রতিবেশী ও ভক্তিনগর থানায় খবর দেন। পুলিস এসে দরজা ভেঙে ভিততে ঢুকতেই দেখেন, রক্তাক্ত অবস্থায় প্রতীক মেঝেতে পড়ে আছেন। শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে জানিয়ে দেন। 

    শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে নিজের পিস্তল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ওই ব্যবসায়ী। দেহ উত্তরবঙ্গ মেডিক্যালে ময়নাতদন্তে পাঠিয়েছি। রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে। 

    পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে বিবাদ চলছিল তাঁর। সম্প্রতি কিছুদিন তিনি নিখোঁজও ছিলেন। অনেক টালবাহানার পর বাড়ি ফেরেন। এরই মাঝে পরিবারে সদস্যদের তিনি তাঁর মানসিক অবসাদের কথা জানিয়েছিলেন। এমনকী স্ত্রীর সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে গণ্ডগোল চলছে বলেও জানিয়েছিলেন। ভক্তিনগর থানা সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর আগে ফোন করে তাঁর এক নিকট আত্মীয়কে জানিয়েছিলেন স্ত্রীর সঙ্গে সমস্ত ঝামেলা বিবাদ মিটে গিয়েছে। এখন তিনি চলে যাচ্ছেন। কী বিবাদ ছিল এবং কীভাবে তা মেটানো হয়েছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও তাঁর স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়ায় এদিন কথা বলার মতো পরিস্থিতিতে ছিলেন না। তদন্তকারী অফিসারদের দাবি, প্রাথমিকভাবে যে সকল তথ্য মিলেছে তা খতিয়ে দেখার পর প্রকৃত বিষয়টি সামনে আসবে। মৃতের মোবাইল ফোনের কল রেকর্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখা হবে বলে পুলিস জানিয়েছে।  
  • Link to this news (বর্তমান)