চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল ইটাহার গ্রামীণ হাসপাতালে
বর্তমান | ২০ আগস্ট ২০২৫
সংবাদদাতা, ইটাহার: চিকিৎসার গাফিলতিতে এক শিশুপুত্রের মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল ইটাহার গ্রামীণ হাসপাতালে। শিশুটিকে ঠিকভাবে চিকিৎসা করেননি ওই হাসপাতালের এক চিকিৎসক। দাবি মৃত শিশুর পরিবারের। তাদের দাবি, আজ, মঙ্গলবার সকালে শিশুটি বাড়ির বাইরে দাদুর সঙ্গে দাঁড়িয়ে ছিল। সেই সময়ে শিশুটিকে প্রায় ১৫ থেকে ২০ টি ভিমরুল কামড়ে দেয়। শিশুটির মা প্রমিলা বিবি ও দাদু ইদরিশ খানকেও ভিমরুল কামড়ায়। সকলকেই অসুস্থ অবস্থায় ইটাহার গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। সেই সময়ে কর্তব্যরত চিকিৎসক শিশু সহ তার মা ও দাদুর প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেন। বাড়িতে যাওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর এদিন সন্ধ্যায় শিশুটিকে ফের গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয়। তুমুল বিক্ষোভ দেখান শিশুর পরিজন সহ স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ইটাহার গ্রামীণ হাসপাতালে পৌঁছয় বিশাল পুলিস বাহিনী। এ ব্যাপারে মৃত শিশুর মা প্রমিলা বিবি জানান, আমার ছেলে চিকিৎসার গাফিলতিতে মারা গেল। কেন চিকিৎসক রায়গঞ্জ মেডিক্যাল কলেজে রেফার করল না। আমি চিকিৎসকের শাস্তি চাই। অন্য দিকে ইটাহার ব্লক স্বাস্থ্য আধিকারিক মনুগোড়া ফেবারিট এক্কা জানান, কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।