• বালুরঘাটে টোটোর দাপট, নিয়ন্ত্রণের দাবি শহরবাসীর
    বর্তমান | ২০ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, বালুরঘাট: সামনেই পুজো। তার আগে বালুরঘাটে টোটোর দাপটে চিন্তিত শহরবাসী। দিনের পর দিন শহরে হুহু করে টোটোর সংখ্যা বাড়ছে। রাস্তায় চলা দায় হয়ে পড়েছে। যখন তখন দুর্ঘটনার শিকার হচ্ছেন বাসিন্দারা। পাশাপাশি যানজটে অতিষ্ঠ পথচারীরা। শহরবাসীর আশঙ্কা, সামনেই পুজোর আগে এই সমস্যা আরও তীব্র হবে। তাই টোটো নিয়ন্ত্রণে তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। যদিও প্রশাসনের দাবি, এনিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। 

    দক্ষিণ দিনাজপুর জেলার আঞ্চলিক পরিবহণ আধিকারিক সজল কুমার মণ্ডল বলেন, টোটো নিয়ে এখনও কিছু সিদ্ধান্ত হয়নি। এনিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। জেলার ডিএসপি (ট্রাফিক) বিল্বমঙ্গল সাহা বলেন, পুজোর আগে টোটোর সমস্যা নিয়ে বৈঠক করা হবে। সেই বৈঠকে সমস্যার সমাধান করা হবে। শহরে যাতে যানজট না হয় সেজন্য সুষ্ঠু পথ বের করা হবে। 

    বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, আমরা সব সময় চাই শহর যানজট মুক্ত হোক। টোটোর সমস্যা নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলছি। পুজোর আগে টোটোর সমস্যা সমাধান করা যায় কি না সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি টোটো চালকদের যাতে সমস্যা না হয়, সেই বিষয়গুলিও আমরা দেখব। 

    শহরের এক প্রবীণ বাসিন্দা স্বপন দাস বলেন, সকালে ও সন্ধ্যাবেলায় টোটোর কারণে রাস্তায় চলাচল করা যায় না। সাইকেল নিয়েও কোথাও যাওয়া যায় না। পুজোর আগে প্রশাসনের এবিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। প্রসঙ্গত, বালুরঘাট শহরে দিনদিন টোটোর সংখ্যা বাড়ছে। প্রশাসনের তরফে টোটোর রেজিস্ট্রেশন চলছে। কিন্তু খুব অল্প সংখ্যক টোটো রেজিস্ট্রেশন করেছে। সকাল থেকেই গ্রামের বহু টোটো শহরে ঢুকে পড়ছে। শহরে ঢুকে কার্যত সকালের অফিস সময় ও সন্ধ্যায় অবরুদ্ধ হয়ে পড়ছে বালুরঘাট শহর। শুধু তাই নয়, প্রতিদিনই শহরের রাস্তায় এক টোটোর সঙ্গে আরেক টোটো কিংবা বাইক ও পথচারীদের দুর্ঘটনা ঘটছে। ট্রাফিক পুলিসকেও যা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। কয়েক বছর আগে প্রশাসনের তরফে অভিযান চালানো হলেও বর্তমানে তা হচ্ছে না।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)