• লালগোলায় বাড়িতে অগ্নিকাণ্ডে মৃত্যু মহিলার, হাসপাতালে মেয়ে
    বর্তমান | ২০ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, লালবাগ: সোমবার রাতে লালগোলা থানার বাউসি উপর ফতেপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন তাঁর বড় মেয়ে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস জানিয়েছে, মৃতার নাম সরিফা বিবি(৩৮)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লালগোলা বিডিও দেবাশিস মণ্ডল বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আপাতত শুকনো খাবার, জামাকাপড়, কম্বল ও ত্রিপল দেওয়া হয়েছে। চারটি পরিবারের ক্ষতির পরিমাণের একটি রিপোর্ট তৈরি করে ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

    স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে লালগোলা থানার যশইতলা পঞ্চায়েতের বাউসি উপর ফতেপুরে অইজুল শেখের বাড়িতে আগুন লাগে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে পুলিসের অনুমান। সেই সময় তাঁরা ঘুমাচ্ছিলেন। আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। গোয়ালে বাঁধা গোরুর চিৎকারে সরিফা বিবি জেগে উঠেন। তিনি চিৎকার চেঁচামেচি করে পরিবারের অন্যান্য সদস্যদের ঘুম থেকে তোলেন। সরিফা বিবির দুই মেয়ে ও স্বামী বাড়ি থেকে বেরতে পারলেও বড় মেয়ে আজিকা বিবি ঘরেই থেকে যান। তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 

    এদিকে ঘরে রাখা নগদ টাকা বের করে আনতে গিয়েই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় সরিফা বিবির। আগুন কিছুক্ষণের মধ্যেই পাশের তিনটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভগবানগোলার এসডিপিও বিমান হালদার এবং লালগোলা থানার ওসি অতনু দাস। স্থানীয়দের সাহায্যে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও চারটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। মারা যায় বেশ কয়েকটি গবাদি পশু ও হাঁস-মুরগি। 

    অইজুল সাহেব বলেন, আগুন আমার সব শেষ করে দিল। স্ত্রী মারা গেল। বড় মেয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। প্রতিবেশীর বাড়িও পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রতিবেশী সায়েরা বিবি বলেন, চেঁচামেচিতে ঘুম ভেঙে গেলে দেখি, চারিদিকে আগুন। ঘরের পাটকাঠির একদিকের দেওয়াল দাউ দাউ করে জ্বলছে। ছেলেপুলে নিয়ে ছুটে বাইরে বেরিয়ে আসি। 

    লালগোলা বিধায়ক মহম্মদ আলি বলেন, খবর পেয়ে রাতেই ওখানে যাই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে। দলের পক্ষ থেকে সাধ্যমতো সাহায্য করা হচ্ছে। তাঁরা যাতে সবরকম সরকারি সাহায্য পান সেজন্য সবরকম চেষ্টা করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)