• মেদিনীপুরে ‘আমাদের পাড়া’ শিবিরে নিকাশি সমস্যা মেটানোর দাবি
    বর্তমান | ২০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মঙ্গলবার মেদিনীপুর শহরের ২৩নম্বর ওয়ার্ডে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি ঘিরে মানুষের নজরকাড়া উৎসাহ দেখা গেল। মূলত শহরের ২৯৮ ও ২৯৯নম্বর বুথের বাসিন্দারা সরস্বতী শিশুমন্দিরে(শরৎপল্লি) আয়োজিত শিবিরে অংশ নেন। সেখানে তাঁরা জনপ্রতিনিধিদের সামনে নানা সমস্যা তুলে ধরেন।

    এলাকার বাসিন্দারা জানালেন, এই অভিনব শিবিরে এসে তাঁদের খুব ভালো লেগেছে। জনপ্রতিনিধিরা তাঁদের সমস্যার কথা শুনেছেন। শিবির থেকে নানা প্রকল্পের সুবিধাও দেওয়া হয়েছে। বহু মানুষ নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ জানিয়েছেন।মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তে আয়োজিত শিবিরে পুরসভার চেয়ারম্যান সৌমেন খান উপস্থিত থাকছেন। এদিন তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এখনও অবধি ভারতের কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী এমন কর্মসূচি শুরু করতে পারেননি। পুর এলাকার প্রতিটি বুথের মানুষ তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন। ১০০শতাংশ মানুষ যাতে শিবিরের মাধ্যমে উপকৃত হন, সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

    শহরের ২৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চন্দ্রাণী দাস বলেন, শিবিরে ভালোই ভিড় হয়েছে। মানুষের সমস্যার কথা শুনেছি। ধাপে ধাপে সমস্ত সমস্যার সমাধান হবে। বিভিন্ন বুথের মানুষ খুব সহযোগিতা করছেন। গত পুরনির্বাচনে ২৩নম্বর ওয়ার্ডে ১৬৮৭ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী চন্দ্রাণী দাস। তাঁর উদ্যোগে ওয়ার্ডে পানীয় জলের প্রকল্প সহ বেশ কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে। তবে এই ওয়ার্ডের বেশকিছু অংশে রাস্তা ও নিকাশিনালার সমস্যা রয়েছে। সেটা এদিনের শিবিরে তুলে ধরেন সাধারণ মানুষ। শিবিরে আসা স্থানীয় বাসিন্দা সুনন্দা পাল বলেন, এলাকায় নিকাশির সমস্যা রয়েছে। এছাড়া, রাস্তার ধারে জঙ্গল সাফাইয়ের দাবি জানিয়েছি।

    এদিনের কর্মসূচিতে স্থানীয় বিধায়ক সুজয় হাজরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, মানুষের পাশে থাকাই আমাদের মূল কর্তব্য। এই শিবিরে মানুষ মনের কথা বলতে পারছেন। জেলাজুড়ে মানুষের বহু সমস্যা সামনে আসছে। তার সমাধানও করা হচ্ছে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)