বিনপুরের শিলদায় ‘আমাদের পাড়া’ শিবিরে সাবমার্সিবল পাম্পের দাবি
বর্তমান | ২০ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির চলছে। প্রত্যন্ত গ্রামের মানুষ শিবিরে এসে নিজেদের ও এলাকার নানা সমস্যা নথিভুক্ত করছেন। প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধিরা শিবিরে উপস্থিত থেকে খোঁজখবর নিচ্ছেন। মঙ্গলবার বিনপুর-২ ব্লকের শিলদা গ্ৰামে কানিমহুলী প্রাথমিক বিদ্যালয়ে ওই শিবির হয়। সেখানে কানিমহুলী ও জামিরাশুলির বাসিন্দারা রাস্তা, বিদ্যুৎ, আলো, সেচের জন্য নানা দাবি তুলে ধরেন।
তৃণমূলের শিলদার অঞ্চল সহ-সভাপতি মানস মণ্ডল বলেন, কানিমহুলী ও জামিরাশোলের বাসিন্দারা রাস্তা, বিদ্যুতের খুঁটি বসানো, নালা সাফাই, সাবমার্সিবল বসানো, আবর্জনা সরানোর দাবি জানিয়েছেন। পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের উন্নয়নের ফলে চাষিরা উপকৃত হচ্ছেন। এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে। দুয়ারে সরকার শিবিরের ফলে এলাকার মানুষকে ঘন ঘন জেলা শহরে যেতে হচ্ছে না। আর এখন পাড়ায় শিবির হওয়ায় স্থানীয়রা এলাকার উন্নয়ন নিয়ে নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছেন। পুরুষদের পাশাপাশি মহিলারাও এমন নানা প্রস্তাব দিচ্ছেন। স্থানীয়রা আলোচনা করে কোন কাজ আগে করা দরকার-সেবিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন।
বাগঘরির বাসিন্দা বলরাম মারাণ্ডি বলেন, পাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের দাবি জানিয়েছি। সেইসঙ্গে বিদ্যুৎ ও সাবমার্সিবল পাম্প বসানোর দাবিও জানানো হয়েছে। এলাকা উন্নয়নের কাজে আমরাই শামিল হতে পারছি। আগে এটা ভাবা সম্ভব ছিল না।
অপর বাসিন্দা বিশ্বজিৎ লোহার বলেন, আমাদের দু’টি বুথে পানীয় জলের সমস্যা রয়েছে। সেটা দেখার জন্য বলেছি। এলাকায় পরিবেশ দূষণ রোধে শৌচাগার তৈরির কথাও বলেছি। রাজ্য সরকার যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা প্রশংসাজনক।