• চাঁদড়া পঞ্চায়েতে রাস্তা সারাইয়ের দাবিতে অবস্থান
    বর্তমান | ২০ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, মানবাজার: গ্রামে ঢোকার একমাত্র রাস্তাই কাঁচা। বর্ষায় সেটা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রশাসনের কাছে সমস্যার কথা জানিয়েও সুরাহা হয়নি। সেকারণে মঙ্গলবার পুরুলিয়ার চাঁদড়া পঞ্চায়েতের অলচিড়কা গ্রামের মহিলা ও ছাত্রছাত্রীরা রাস্তা সারাইয়ের দাবিতে পঞ্চায়েত অফিসের সামনে অবস্থানে বসে পড়েন। খবর পেয়ে কেন্দা থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। অবশেষে পঞ্চায়েত থেকে কয়েকদিনের মধ্যে মোরাম দিয়ে রাস্তা মেরামতের আশ্বাস দিলে তাঁরা বাড়ি ফেরেন।

    পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিলবরণ সহিস বলেন, ওই রাস্তা সংস্কারের জন্য আগেই প্রস্তাব পাঠানো রয়েছে। বরাদ্দ হলেই রাস্তাটি পাকা করা হবে। আপাতত আমরা রাস্তাটি মোরাম দিয়ে মেরামতে উদ্যোগী হয়েছি। অলচিড়কা গ্রামে ১০০’র বেশি পরিবারের বাস। গ্রামে ঢোকার রাস্তাটি দীর্ঘকাল সংস্কার হয়নি। ফলে বর্ষার জলে মাটির রাস্তার শোচনীয় অবস্থা হয়েছে। পুরো রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। কাদায় বেহাল পথে রোজ যাতায়াত করতে স্থানীয়রা সমস্যায় পড়ছেন। এদিন গ্রামের মহিলা ও স্কুলপড়ুয়ারা চাঁদড়া পঞ্চায়েত অফিসে আসেন। তাঁরা সবাই পঞ্চায়েতের দরজার সামনে বসে পড়েন। ওই মহিলারা জানালেন, রাস্তার এমন দশা যে, জরুরি পরিষেবার গাড়িও গ্রামে ঢুকতে চাইছে না। পড়ুয়ারা জানাল, ওই রাস্তায় অনেকসময় সাইকেল থেকে পড়ে দুর্ঘটনা ঘটছে। সেজন্য তাড়াতাড়ি রাস্তা সংস্কারের দাবি উঠেছে। অলচিড়কা গ্রামের অভিজিৎ মাহাত বলেন, আমাদের গ্রাম ছাড়াও দামদা, কামতা, মোহডি সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ এই পথে যাতায়াত করেন‌। ছেলেমেয়েদের রোজ এই রাস্তা দিয়ে স্কুলে যেতে দুর্ভোগের মুখে পড়তে হয়। প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় এদিন মহিলারা পঞ্চায়েত অফিসে যান।  এই কাঁচা রাস্তাই মেরামতের দাবি উঠেছে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)