• বাইক চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে বাস, জখম ২
    বর্তমান | ২০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মঙ্গলবার বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কে বাইক চালককে বাঁচাতে গিয়ে একটি বেসরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাদামাটিতে নেমে যায়। এদিন দুপুর ১২টা নাগাদ সারেঙ্গা থানার চিলতোড় মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় বাসযাত্রী দুই মহিলা জখম হন। তাঁদের রাইপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিস জানিয়েছে, বাসটি পিড়লগাড়ি মোড় থেকে রাইপুরের দিকে যাচ্ছিল। চিলতোড় মোড়ের কাছে হঠাৎ ওই বাইক চালক বাসের সামনে চলে আসেন। তখন তাঁকে বাঁচাতে চালক বাসটিকে রাস্তার বাঁদিকের মাটিতে নামিয়ে দেন। বর্ষায় রাস্তার পাশের মাটি নরম ছিল। বাসের চাকা কাদায় আটকে যাওয়ায় সেটি উল্টে যায়নি। তবে চালক সজোরে ব্রেক কষায় যাত্রীরা বাসের মধ্যে হুমড়ি খেয়ে পড়েন। তাতেই ওই দুই মহিলা বাসযাত্রী চোট পান। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। বাঁকুড়া জেলা পুলিসের এক আধিকারিক বলেন, এদিন দুর্ঘটনার পর পুলিস দ্রুত এলাকায় পৌঁছে যাওয়ায় রাজ্য সড়কে যানজট হয়নি। একদিন আগে ওন্দাতেও একইভাবে একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছিল। ওই ঘটনায় জনাদশেক যাত্রী জখম হয়েছিলেন। জেলাজুড়ে ট্রাফিক আইন নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি রূপায়নের উপর আরও জোর দেওয়া হবে।  -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)