নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে চালকলের শ্রমিককে মারধরের অভিযোগ তুলে রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বিকেল থেকে আরামবাগের নৈসরাই সংলগ্ন বিশ মাইল এলাকায় অবরোধ করা হয়। তার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে আরামবাগ-বর্ধমান রাজ্য সড়ক। খবর পেয়ে আরামবাগ থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরেও বিক্ষোভ চলে। এদিন রাত পর্যন্ত অবরোধ চলে। তবে রাস্তা অবরোধের জেরে ভোগান্তির মধ্যে পড়েন অনেকেই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশ মাইল এলাকার বাসিন্দা বছর বাইশের যুবক সহদেব মুদি স্থানীয় একটি চালকলে শ্রমিকের কাজ করেন। তাঁর দাদা তাপস মুদি বলেন, সোমবার রাত ২টো নাগাদ ভাই চালকলে ডিউটি করতে যাচ্ছিল। সেইসময় দু’জন সিভিক ভলান্টিয়ার সেখানে ঘোরাঘুরি করছিল। তারা ভাইয়ের পরিচয় জানতে চাইলে সে জানায়। কিন্তু তারপরেও বিনা কারণে তারা ভাইকে মারধর করে। আমরা এই ঘটনার বিচার চেয়ে অবরোধ করেছি। ওই সিভিক ভলান্টিয়ারদের আমাদের কাছে নিয়ে আসতে হবে।
আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন, বিক্ষোভকারীরা অভিযোগ করলে তা যথাযথভাবে খতিয়ে দেখা হবে।