• এবার কোন্নগরে নাট্যকর্মীর দাদার বাড়িতে চুরি, তদন্তে উত্তরপাড়া থানার পুলিস, আটক ১
    বর্তমান | ২০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ফের উত্তরপাড়া থানা এলাকায় চুরির ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল কোন্নগর। কোন্নগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার বাসিন্দা নাট্যশিল্পী অভিরূপ গুপ্তর দাদার বাড়ি থেকে টাকা, গয়না চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না। সোমবার রাতে বাড়ি ফিরে তাঁরা দেখতে পান, আলমারি ভাঙা, সমস্ত দামি জিনিস চুরি হয়ে গিয়েছে। অভিযোগ পেতেই তদন্তে নেমেছে পুলিস। মঙ্গলবার এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।

    গত দু’মাসে হুগলির কোন্নগর ও উত্তরপাড়া এলাকায় ধারাবাহিক চুরির ঘটনা ঘটেছে। সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে সদ্য চুরির ঘটনা ঘটেছিল। ওই ঘটনা সহ একাধিক ঘটনায় পুলিস অপরাধীদের গ্রেপ্তার করেছে। চোরাই জিনিসও উদ্ধার করেছে। কিন্তু চুরির প্রবণতা ঠেকাতে পারছে না। ফলে কোন্নগর থেকে উত্তরপাড়া, এই অঞ্চল চোরেদের মুক্তাঞ্চল হয়ে উঠল কি না, এই প্রশ্নেই তোলপাড় হচ্ছে নাগরিক মহল। কয়েকটি চুরির ঘটনার কিনারা করতে পারলেও সব ক্ষেত্রে অভিযুক্তদের ধরতে পারেনি উত্তরপাড়া থানার পুলিস। নাগরিকদের দাবি, পুলিসকে ভয় পায় না দুষ্কৃতীরা। সেকারণেই বুক ফুলিয়ে একের পর এক চুরি করছে তারা। আসলে নিরাপত্তা ব্যবস্থা কঠোর নয় বলেই দুষ্কৃতীরা সাহস পেয়ে যাচ্ছে। যদিও চন্দননগর কমিশনারেটের পুলিসের দাবি, ইতিমধ্যেই নিরাপত্তার বিষয়ে বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিক চুরির কিনারা হয়েছে। কমিশনারেটের এক কর্তা বলেন, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আমরা বুলা চৌধুরীর বাড়ির চুরির কিনারা করেছি। পুলিস কর্মী থেকে অফিসার সকলেই সতর্ক, তৎপর আছেন। কোন্নগরে চুরির ঘটনারও কিনারা হবে। 

    উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, সাম্প্রতিক সময়ে উত্তরপাড়ায় একাধিক চুরি হয়েছে, এটা বাস্তব। পাশাপাশি, পুলিসের তদন্তেও কিছু সাফল্য এসেছে। কিন্তু চুরি রোখা যাচ্ছে না কেন, তা সবাইকেই ভাবতে হবে। নাগরিক ও পুলিস মহল উভয়কেই বিষয়টি পর্যালোচনা করা দরকার। কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, আমাদের পুলিসের উপরে ভরসা আছে। যাঁর বাড়িতে চুরি হয়েছে সেই নাট্যকর্মী অভিরূপ গুপ্ত বলেন, বউদি বাড়িতে না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা চুরি করেছে। প্রশ্ন হল, মানুষ কি চুরি ঠেকাতে সব কাজ ফেলে সারাদিন বাড়িতেই বসে থাকবেন? পুলিসকেই ব্যবস্থা নিতে হবে।

    ১৫ আগস্টের আগের রাতে বুলা চৌধুরীর বাড়িতে চুরি হয়। দ্রুত পুলিস সেই ঘটনার কিনারা করে। কিন্তু সেই সাফল্যের রেশ কাটার আগেই কোন্নগরে চুরির ঘটনা সামনে এসেছে। গত দু’মাস ধরে কোন্নগর ও উত্তরপাড়ায় লাগাতার চুরি হচ্ছে, যা উদ্বেগ বাড়িয়েছে আম জনতার। 
  • Link to this news (বর্তমান)