পোষ্যদের শেল্টার থেকে মিলল একাধিক কুকুরের দেহ, পর্ণশ্রীতে উত্তেজনা
বর্তমান | ২০ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পোষ্যদের শেল্টার থেকে রহস্যজনকভাবে প্যাকেটবন্দি অবস্থায় একাধিক কুকুরের দেহ উদ্ধার হওয়ায় সোমবার রাতে উত্তেজনা ছড়াল পর্ণশ্রীতে। স্থানীয় বাসিন্দা সোমনাথ মিস্ত্রির অভিযোগ, ‘এই শেল্টার থেকে পশুর মাংস বাইরে পাচার করা হতো’। যদিও এই অভিযোগের সত্যতা বর্তমান যাচাই করেনি। তবে সোমনাথবাবুর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্তে নেমেছে পর্ণশ্রী থানার পুলিস। কলকাতা পুলিসের ডিসি (সাউথ ওয়েস্ট) রাহুল দে জানিয়েছেন, উদ্ধার হওয়া কুকুরের দেহগুলি সংরক্ষণের পাশাপাশি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই রিপোর্ট হাতে পেলেই পশু মৃত্যুর কারণ পরিষ্কার হবে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাসখানেক আগে পর্ণশ্রীর ১৮ নম্বর সাগর মান্না রোডে পোষ্য চিকিৎসা কেন্দ্র তথা শেল্টারটি চালু হয়। ঘটনার সূত্রপাত সোমবার রাত ১১টা নাগাদ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতে শেল্টারের পাশ দিয়ে যাওয়ার সময় পচা গন্ধ পান তাঁরা। সন্দেহ হওয়ায় তাঁরা জোর করে ভিতরে ঢুকে দেখেন, একাধিক কুকুর ও বিড়ালের মৃতদেহ পড়ে রয়েছে। প্রতিবাদ করলে, শেল্টারের লোকজন তাঁদের ওপর চড়াও হন।
অন্যদিকে, এই ঘটনায় শেল্টারের পক্ষ থেকে ওই বাসিন্দাদের বিরুদ্ধে পর্ণশ্রী থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি দু’টি মামলার তদন্ত চালাচ্ছে পর্ণশ্রী থানা। এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলার সঞ্চিতা মিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘স্থানীয় এক বাসিন্দা পশুর দেহাংশ পাচারের অভিযোগ এনেছেন। পর্ণশ্রী থানার পুলিসকে বিষয়টি তদন্ত করে দেখতে বলা হয়েছে।’