• প্যারোলে মুক্ত বন্দি পলাতক, বিহার থেকে ফের গ্রেপ্তার
    বর্তমান | ২০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্যারোলে ছাড়া পাওয়ার পর পলাতক অভিযুক্তকে বিহারের পূর্ণিয়া থেকে গ্রেপ্তার করে নিয়ে এল সিআইডি। মানিকলাল নামে ওই অভিযুক্তের বিরুদ্ধে ২০১৬ সালে একটি খুনের অভিযোগ রয়েছে। কিছুদিন আগে তার প্যারোল মঞ্জুর করে কারা কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও না ফিরে আসায় তাদের তরফে থানায় অভিযোগ করা হয়। পরে এনিয়ে হাইকোর্টে মামলা হলে আদালত সিআইডি তদন্তের নির্দেশ দেয়। সিআইডি তদন্তে নেমে জানতে পারে, অভিযুক্ত মানিকলাল অন্যের নামে সিম নিয়ে ফোন ব্যবহার করছে। সেই ফোনের ‘লোকেশন’ দেখাচ্ছে বিহার। এরপরই সেখানে হানা দিয়ে মানিকলালকে গ্রেপ্তার করে নিয়ে আসে সিআইডি।।
  • Link to this news (বর্তমান)