নিজস্ব প্রতিনিধি, বরানগর: আট বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে। বেলঘরিয়া থানা এলাকার ঘটনাটি ঘিরে শোরগোল পড়ে। এলাকাবাসীরা অভিযুক্ত বৃদ্ধকে আটকে রেখে বিক্ষোভ দেখান। পরে পুলিস তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
ওই শিশুকন্যার বাড়ি বেলঘরিয়ার দেশপ্ৰিয়নগরে। মঙ্গলবার ভোরে শিশুকন্যার মা কাজে বেরিয়ে গিয়েছিলেন। দিদিমার সঙ্গে সে বাড়িতে একাই ছিল। এরপর তার দিদিমাকেও বিশেষ কাজে বাইরে যেতে হয়। তাই তিনি ওই শিশুকন্যাকে প্রতিবেশী বৃদ্ধের বাড়িতে রেখে আসেন। বৃদ্ধের স্ত্রীকেও তিনি শিশুকন্যাকে দেখার কথা বলে এসেছিলেন। কিন্তু অভিযোগ, হাত-পা টিপে দিতে বলে ওই শিশুকন্যার উপর ওই বৃদ্ধ যৌন নির্যাতন করেন। এমনকী এই কথা কাউকে না বলার জন্য তিনি শিশুটিকে লোভ ও ভয় দেখান। কিন্তু সন্ধ্যায় মা বাড়ি ফিরলে শিশুকন্যা সমস্ত ঘটনা জানায়। সেকথা জানাজানি হতেই এলাকাবাসীরা তীব্র ক্ষোভ জানান। পরে বেলঘরিয়া থানার পুলিস এসে বৃদ্ধকে গ্রেপ্তার করে।