পুজোয় যানজট এড়াতে ট্রাফিকের বৈঠকে সতর্ক থাকার বার্তা সিপির
বর্তমান | ২০ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর সময় কলকাতা শহরে যানজট এবং পথ দুর্ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকতে হবে। মঙ্গলবার দুপুরে লালবাজারে শহরের সমস্ত ট্রাফিক গার্ডের ওসিদের পাশাপাশি পদস্থ কর্তাদের সঙ্গে এক বৈঠকে এই বার্তা দিলেন পুলিস কমিশনার মনোজ ভার্মা। বৈঠকে কথা প্রসঙ্গে সিপি বলেন, চিংড়িঘাটায় যানজট নিয়ে বেশ কিছু অভিযোগ আসছে। দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে।
উল্লেখ্য, এদিনের বৈঠকে সিপি ছাড়াও কলকাতা পুলিসে ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিস কমিশনার শুভঙ্কর সিনহা সরকার, যুগ্ম পুলিস কমিশনার (ট্রাফিক) রূপেশ কুমার এবং ডিসি (ট্রাফিক) ওয়াই এস জগন্নাথ রাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এদিন প্রায় ৪০ মিনিট বৈঠক হয়েছে। এবার পুজো অনেকটাই এগিয়ে এসেছে। ফলে ইতিমধ্যেই শপিং করতে নেমে পড়েছে উৎসাহী জনতা। পুজোর কেনাকাটার সময় যানজটে যাতে আম জনতাকে নাকাল হতে না হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে বলেছেন সিপি। বিশেষ করে শপিং মল, বড় মার্কেট এলাকায় বাড়তি নজর রাখার উপর গুরুত্ব দিয়েছেন তিনি।
অন্যদিকে, এবার কলকাতা শহরে রেকর্ড বৃষ্টিপাতের ফলে বাইপাস সহ শহরের সিংহভাগ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই সেসব রাস্তায় মেরামতির কাজ শুরু হয়েছে। রাস্তা সংস্কারের বিষয় নিয়ে কেএমসি, কেএমডিএ, পূর্ত দপ্তরের সঙ্গে ট্রাফিকের শীর্ষকর্তারা দফায় দফায় বৈঠক করেছেন। তাও কোথাও কোনও সমস্যা থাকলে, ক্ষতিগ্রস্ত রাস্তার ছবি তুলে ডিসি ট্রাফিককে হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে।