ট্যাটু দেখেই প্রিন্সেপ ঘাট স্টেশনে খুন হওয়া যুবকের পরিচয় মিলল
বর্তমান | ২০ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডান হাতে ট্যাটু। তাতে লেখা ‘ওম’। সেই ট্যাটুর সূত্র ধরেই প্রিন্সেপ ঘাটে খুন হওয়া যুবকের পরিচয় জানতে পারল চিৎপুর জিআরপি। মৃতের নাম অরবিন্দ মণ্ডল (২৬)। হাওড়ার জয়পুর থানা এলাকার বাসিন্দা তিনি। ১৬ আগস্ট প্রিন্সেপ ঘাট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছুরিকাহত অবস্থায় অরবিন্দকে পাওয়া যায়। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তে পাঠানো হয় দেহ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, যুবকের মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। খুন করা হয়েছে যুবককে। এরপরেই খুনের মামলা রুজু করে চিৎপুর জিআরপি। কিন্তু, তখনও প্রকাশ্যে আসেনি মৃতের পরিচয়। সোমবার তদন্তকারীরা জানতে পারেন পরিচয়। কাজে আসে ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক সিস্টেম। মৃতের দেহে আঁকা ট্যাটুর ছবি মিলে যায় রেল পুলিসের খাতায় পুরনো অভিযুক্ত হিসেবে থাকা অরবিন্দর সঙ্গে। ২০১৪ সালে হাওড়া জিআরপি এলাকায় একটি চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় অভিযুক্ত ছিল যুবক। সেই সময় ধৃতের দেহের যাবতীয় চিহ্ন পুলিসের ‘হিস্ট্রি শিটে’ লেখা ছিল। সেই তথ্যভাণ্ডারের সঙ্গে মিলে যায় মৃত অরবিন্দর ট্যাটু। হাওড়ায় তাঁর বাড়ির সদস্যদের খবর দেওয়া হয়। সোমবার রাতে মৃতের দেহ চিহ্নিত করেন পরিবারের সদস্যরা। অন্যদিকে, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চারজনকে গ্রেপ্তার করেছে চিৎপুর জিআরপি।