• টেলিগ্রাম গ্রুপে ‘ওয়ার্ক ফ্রম হোম’, খোয়া গেল আট লক্ষ, বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ
    বর্তমান | ২০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: টেলিগ্রাম গ্রুপে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর ফাঁদে পা দিয়ে আট লক্ষ টাকা খোয়ালেন নিউটাউনের এক বাসিন্দা। প্রতারকরা প্রথমে তাঁকে অনলাইনে রিভিউ, ভিডিও লাইক করার কাজ দিয়েছিল। তিন হাজার টাকা কমিশনও মিলেছিল। তাতে বিশ্বাস জন্মায় তাঁর। পরে প্রতারকরা বেশি রিটার্নের জন্য তাঁকে বিনিয়োগের টোপ দেন। সেই টোপ গিলে ৮ লক্ষ ৮ হাজার টাকা খুইয়েছেন ওই ব্যক্তি। এ ব্যাপারে সোমবার তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিস। তবে, এখনও কেউ গ্রেপ্তার হয়নি। উদ্ধার হয়নি খোয়া যাওয়া টাকা।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রতারিত ব্যক্তির বয়স ৪৮ বছর। তিনি নিউটাউনের একটি আবাসনে থাকেন। কিছুদিন আগে তিনি বাড়িতে বসে বিভিন্ন সংস্থার রিভিউ করার জব পান। প্রতারকরা তাঁকে টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে নেয়। রিভিউয়ের কাজ শুরু হওয়ার পর তিন হাজার টাকা কমিশন মেলায় তিনি বিশ্বাস করে ফেলেন। তারপর প্রতারকরা তাদের ব্যবসার সঙ্গে তাঁকে যুক্ত হতে বলেন। বিনিয়োগ করলে দ্রুত ২০-৩০ শতাংশ রিটার্ন মিলবে বলে টোপ দেয় তারা। সেই আশায় চার দফায় তিনি ৮ লক্ষ ৮ হাজার টাকা দিয়ে ফেলেন। চারটি পৃথক অ্যাকাউন্টে ওই টাকা দেন।

    প্রতারকরা পরে তাকে জানায়, তাঁর টাকা সুদে-আসলে প্রায় ২৪ লক্ষ টাকা হয়েছে। কিন্তু, ওই টাকা তুলতে গেলে আরও পাঁচ লক্ষ টাকা দিতে হবে। তখন তিনি বুঝতে পারেন যে, প্রতারকদের ফাঁদে পড়েছেন। তারপরই পুলিসের দ্বারস্থ হন ওই ব্যক্তি। যে চারটি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে, সেই অ্যাকাউন্ট নম্বর, টেলিগ্রাম গ্রুপের আইডি সহ সমস্ত তথ্যও তিনি পুলিসের কাছে জমা দিয়েছেন। তার ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে। সাইবার বিশেষজ্ঞদের দাবি, টেলিগ্রামে গ্রুপে প্রতারণা অনেকদিন ধরেই চলছে। কখনও ওয়ার্ক ফ্রম হোম, কখনও শেয়ারে বাজারে বিনিয়োগের নামে প্রতারণা চলছে। তাই যে কোনও বিনিয়োগের আগে নাগরিকদের সতর্ক হতে হবে। তা না হলেই বিপদ। 
  • Link to this news (বর্তমান)