• সল্টলেকে মণিপুর ভবনে চুরি সরঞ্জাম, গ্রেপ্তার নিরাপত্তারক্ষী
    বর্তমান | ২০ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকের এল এ ব্লকে মণিপুর ভবন থেকে লক্ষাধিক টাকার প্লাম্বিং সরঞ্জাম চুরির হয়েছে। এ ব্যাপারে মণিপুর ভবনের অভিযোগের ভিত্তিতে সোমবার বিধাননগর দক্ষিণ থানার পুলিস এক নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আফতাবউদ্দিন। নির্মাণ সংক্রান্ত কাজের জন্য ৪ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত মণিপুর ভবন বন্ধ ছিল। সেখানকার কর্মীরা সকলে রাজ্যের বাইরে ছিলেন। যেহেতু কাজ চলছে, সেই কারণে ভবন পাহারা দেওয়ার জন্য আফতাবউদ্দিনকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছিল। সোমবার ওই নিরাপত্তারক্ষীই ফোন করে জানান, প্রচুর প্লাম্বিং আইটেম অর্থাৎ, পাইপলাইন ও বাথরুম ফিটিংস চুরি হয়েছে।

    তারপরই ভবনের দায়িত্বে থাকা কর্মীরা এসে দেখেন, ২১টি শাওয়ার মিক্সার ট্যাপ, ২৫টি টু-ইন-ওয়ান বিব কক, ৩৪টি অ্যাঙ্গুলার কক এবং ২৩টি পিলার কক চুরি গিয়েছে। ভবনের ভিতরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করে কর্তৃপক্ষ। কিন্তু দেখা যায়, আশ্চর্যজনকভাবে চুরির সময় ভবনের সমস্ত সিসি ক্যামেরা বন্ধ ছিল! তাতেই সন্দেহ হয় নিরাপত্তারক্ষীর প্রতি। তিনি সন্তোষজনক উত্তরও দিতে পারেনি। সোমবারই মণিপুর ভবনের পক্ষ থেকে অভিযোগ হওয়ার পর পুলিস তাঁকে গ্রেপ্তার করে।
  • Link to this news (বর্তমান)